সেই পিস্তল : তিন বছর ধরে পিতৃহন্তাকে খুঁজছে ডিক। কোমরে ঝুলছে হত্যাকারীর ফেলে যাওয়া পিস্তল। প্রতিশােধ নেবে। রেডহিল শহরে আসতেই ওর পেছনে লাগল কয়েকজন ঝামেলাবাজ। কেন! কার নির্দেশে? ডিক বুঝতে পারল কাছাকাছিই আছে ওর বাবার খুনি। ম্যাংগাস ভ্যালির রানশারদের গরু লুটে নেয়। রাসলাররা, ক্যাটল ড্রাইভ প্রহরার চাকরি পেল ডিক। বাবার খুনিকে পেল কি?
দুর্গম যাত্রা : পাহাড় থেকে নেমে এল বিশালদেহী মারকটে জেমস ফ্র্যাগ। মাতাল অবস্থায় ওকে লােভনীয় চাকরি দিতে চাইল প্যালেস সেলুনের মালিক। দায়িত্বওয়্যাগন ট্রেনের গাইড হয়ে ওকে যেতে হবে ব্ল্যাক হিলসে, ইণ্ডিয়ান আর আউট-লদের হাত থেকে বাঁচাতে হবে ওয়্যাগন ট্রেন। চাকরি নিল জেমস, প্রথম থেকেই শুরু হয়ে গেল শত্রুতা। কিন্তু পিছিয়ে এল না দুঃসাহসী জেমস। সে কি পারবে দায়িত্ব পালন করতে?
লুণ্ঠন: ক্যালিফোর্নিয়ার ক্যাটল কান্ট্রিতে এল রক বেনন। বন্ধু রাস্টিকে পেল গুরুতর আহত অবস্থায়। রাসলারদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করার অপরাধে গুলি করা হয়েছে তাকে, ফেলে যাওয়া হয়েছে মৃত্যুর মুখে। লেনি আর্থার নামে দুর্ধর্ষ এক ঠাণ্ডা মাথার খুনি কঠোর সব নীচ লােক জড়াে করেছে তার উদ্দেশ্য পূরণের জন্যে। ওসবের তােয়াক্কা করল না বেনন, লেনি আর্থারের সামনে বিরাট বাধা, হয়ে দাঁড়াল। ফলে নিজের সমস্ত লােক লাগিয়ে দিল লেনি আর্থার। কিন্তু সে জানে না, রক বেননও প্রতিজ্ঞা করেছে, ওর শেষ দেখে ছাড়বে।
Title
ওয়েস্টার্ন সেই পিস্তল দুর্গম যাত্রা লুন্ঠন ওয়েস্টার্ন সিরিজ