"প্রতিকূল পরিবেশে দীনদারদের করণীয়" বইটি সম্পর্কে কিছু কথা: بسم الله الرحمن الرحيم প্রতিকূল ও দীনহীন পরিবেশের মধ্যে দু-একজন যদি সঠিক পথের দিশা পেয়ে যায়, যা আজকাল অধিক হারে ঘটছে, তা হল এ আয়াতের বাস্তব প্রতিফলন يخرج الى من الميت ويخرج الميت من الي আল্লাহ তাআলা জীবিত থেকে মৃতকে এবং মৃত থেকে জীবিতকে বের করেন। সূরা রূম: ১৯ বর্তমানে আল্লাহ তাআলার এ মহাক্ষমতার বাস্তবতা দিবালােকের মতােই স্পষ্ট। মন্দ থেকে ভালাে ও ভালো থেকে মন্দের জন্ম হচ্ছে। মৃত থেকে জীবিত ও জীবিত থেকে মৃতকে সৃষ্টি করার ঘােষণা কুরআনে কারীমে আল্লাহ তাআলা বারবার দিয়েছেন। যাদের হৃদয় আল্লাহ তাআলার ভালােবাসা ও পরকালের ভাবনায় বিভাের তাদের ঔরসে মন্দ সন্তানের জন্ম হচ্ছে। আর অনেক এমন মন্দ স্বভাবের লােক যাদের হৃদয় আল্লাহ তাআলার ভালােবাসা ও পরকালের ভাবনাশূন্য তাদের ঔরসে আল্লাহ তাআলা উত্তম সন্তান জন্ম দান করছেন। বর্তমানে আল্লাহ তাআলার এ অসীম ক্ষমতার বাস্তবতা অধিক হারে পরিলক্ষিত হচ্ছে, গােটা পরিবার ধর্মবিমুখ পিতা-মাতা ভাই-বােন ও নিকটাত্মীয় সকলেই পাপ পঙ্কিলতায় নিমজ্জিত অথচ গােটা পরিবার থেকে মাত্র একজনকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন। তার হৃদয়ে পরকালের ভাবনা ও আল্লাহর ভালােবাসা সৃষ্টি করে দিয়েছেন। এসবই আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ।
রশিদ আহমদ লুধিয়ানভি (উর্দু: مفتی رشید احمد لدھیانوی) (২৬ সেপ্টেম্বর ১৯২২ — ১৯ ফেব্রুয়ারি ২০০২) একজন দেওবন্দি পাকিস্তানি ইসলামি পণ্ডিত ও ফকিহ ছিলেন। তিনি করাচিতে জামিয়াতুর রশিদ ও আল রশিদ ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আহসানুল ফতওয়ার রচয়িতা।