"কিতাবুস সালাত" বইটির ভূমিকা থেকে নেয়াঃ সালাত আল্লাহর স্মরণেই আদায় করতে হয়। সূরা ত্বা-হা এর ১৪ নং আয়াতে আল্লাহ তা'আলা বলেন, “আমার স্মরণেই সালাত কায়েম করাে।” কিন্তু সালাতে দাঁড়ালে নানা বিষয় মনে পড়তে থাকে। মনােযােগ দিয়ে সালাত আদায়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলােচনা রয়েছে বইটিতে। বাজারে নামায শিক্ষা বইয়ের অভাব নেই। কিন্তু সালাতের সঠিক নিয়ম-কানুন সম্বলিত বই খুব কমই আছে। অনেকে নির্দিষ্ট কোন দল বা মতামতের অনুসরণ করেই সালাতের বই লিখেছেন। এর ফলে সালাত সংক্রান্ত অনেক সহীহ হাদীসের উপর আমল বাদ পড়েছে। আবার তাতে এমন অনেক নিয়ম-কানুন লিখা হয়েছে, যার কোন ভিত্তি নেই। সেজন্য সরাসরি হাদীসগ্রন্থ থেকে হাদীসের তাহকীক (সনদ যাচাই) করে মাকতাবাতুশ শামেলা এর নাম্বার অনুযায়ী মূল হাদীস গ্রন্থের নাম্বার দিয়ে দলীলসহ এ গ্রন্থটি সাজানাে হয়েছে। যেসব মাসআলায় মতভেদ রয়েছে সেক্ষেত্রে তুলনামূলকভাবে অধিক সহীহ হাদীসের আলােকে গৃহীত মতামতকে প্রাধান্য দেয়া হয়েছে। সালাত আদায়ের সঠিক নিয়ম-কানুন এবং সালাতে প্রচলিত ভুলত্রুটিসমূহের আলােচনাসহ অনেক গুরুত্বপূর্ণ আলােচনা এ বইটিতে সংযােজন করা হয়েছে।