বই পরিচিতি: সম্পর্ক, বন্ধুত্ব ও রাজনীতি রিফাত হাসানের প্রথম প্রকাশিত (২০১৪) গ্রন্থ। ধর্ম, আইন, রাজনীতি ও বাংলাদেশের জটিল রাজনৈতিক সংস্কৃতি নিয়ে বিভিন্ন সময়ে তার লেখালেখি ও আলাপের নির্বাচিত সংকলন এটি। রাষ্ট্র ও রাজনৈতিকতার দিক থেকে বাংলাদেশ ও এ অঞ্চলের মানুষের মধ্যে এক ধরণের বিকার ও সংকটের কথা বলেছেন তিনি। কর্তব্য, নীতি, দর্শন ও সমাজতত্ত্বের দিক থেকে এই সংকটের একটা বাছ-বিচার এবং ডায়লগ ও সম্পৃক্ততার জায়গায় আলাপ তোলার কথা বলেছেন। তার চিন্তা তুলে ধরতে তিনি সম্পর্ক প্রত্যয়টিকে আরো দুটি ধারণার সাথে সম্পর্কিত করেছেন, বন্ধুত্ব আর রাজনীতি। তার মতে, সম্পর্ক, বন্ধুত্ব ও রাজনীতি একটি জরুরি ধারণা। রাজনীতি হলো সম্পর্কের জ্ঞান। মানুষ প্রথমত নিজের অস্তিত্ব এবং অপর, তার বরাতে সম্পর্ক, বন্ধুত্ব ও রাজনীতির মধ্যে প্রতিদিন জারিত হয়, এমন কি লেখালেখি, বুদ্ধিজীবীতা ও নন্দনচর্চা করে। সম্পর্ক, বন্ধুত্ব ও রাজনীতির এই ভাব থেকেই এই বইয়ের আলাপ ও প্রসার। এই বইয়ের আলাপের স্পর্শকাতর জায়গাগুলোর মধ্যে বাংলাদেশ, আরো বিশেষভাবে বললে বাংলাদেশ রাষ্ট্র থাকলেও, মূলত সেই সম্পর্কসূত্র বোঝাপড়ার সাধনা। তার অংশ হিশেবেই বাংলাদেশ রাষ্ট্রের গঠন, ক্ষমতা, সংবিধান, গণ-আকাঙ্ক্ষা, নাগরিকতা, ভায়োলেন্স, জাতীয় স্বার্থ এইসব বিষয় আলাপের প্রয়োজনে ঘুরে ফিরে হাজির থেকেছে এই বইয়ে।
লেখক পরিচিতি রিফাত হাসান। জন্ম ১৭ জানুয়ারি ১৯৮০। শোভনদণ্ডী গ্রাম, পটিয়া, চট্টগ্রাম। ভাষা: চাটগাঁইয়া ও বাংলা। প্রাতিষ্ঠানিক পড়াশোনা: মক্তব, কওমি ও সরকার অনুমোদিত মাদ্রাসা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিছুদিন অর্থনীতিতে, পরে বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর। আগ্রহের বিষয় কবিতা, ধর্ম, আইন ও রাজনীতি। আধুনিকতার পরিসরে ক্ষমতা, তৎপ্রসূত যে রাষ্ট্র, নাগরিকতা ও আত্মপরিচয়ের রাজনীতি, তার প্রশ্নে ক্রিটিক্যাল। সমাজসমূহের স্বয়ম্ভূতা ও সম্প্রীতি, রাজনৈতিকতার পরিসরে সম্পর্কের মানবিক নির্মাণ, ন্যায়বিচার ও ক্ষমতার উত্থানে বিশ্বাসী। অন্যান্য গ্রন্থ: এই সময়টি আপনি কীভাবে উদযাপন করবেন।
Rifat Hasan is a young Bangladeshi writer. He was born on 17 January 1980 in a village of Chittagong in Bangladesh. He has institutional studies in Economics and Law and his area of interest are poetry, religion and politics. He has a critical position in understanding power in modern discourse and the states formed by it, citizenship and identity politics. He believes in the autonomy of societies and tolerance among them. Also, he aspires to the revolutionary change of human relations within the political paradigms, and the rise of justice and equality.