"এ কমপ্লিট গাইড টু সিভি রাইটিং অ্যান্ড ইন্টারভিউ প্রিপারেশন" বইটির ভূমিকা থেকে নেয়াঃ অভিজ্ঞতাসম্পন্ন পেশাজীবী থেকে শুরু করে সম্প্রতি করা গ্রাজুয়েটদের প্রত্যেকেরই তাদের কর্মজীবনের কোনাে একটা সময়ে সিভি লেখা বা সিভি হালনাগাদ করার এবং ইন্টারভিউ ফেইস করার প্রয়ােজন পড়ে, কারণ তারা তাদের ক্যারিয়ারকে সামনে এগিয়ে নিতে চান। তাই এ বইটির লক্ষ্য হলাে, একটি অসাধারণ সিভি লেখার গুরুত্বপূর্ণ এবং মৌলিক পরামর্শ, নির্দেশনা এবং উপায়সমূহ নিয়ে আলােচনা করা। এখানে ইন্টারভিউ সম্পর্কিত জ্ঞান সম্পর্কে একটি সামগ্রিক ধারণা প্রদানের জন্য এর বিভিন্ন ধাপ যেমন : ইন্টারভিউ-পূর্ব, ইন্টারভিউকালীন এবং ইন্টারভিউ-পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে আলােচনা করা হয়েছে। চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার দিক থেকে সম্ভাব্য সকল প্রচেষ্টা নিশ্চিত করতে দুটি বিষয় বিবেচনায় আনতে হবে। প্রথমত, একটি ফলপ্রসূ সিভি ও কভার লেটার তৈরি করা এবং দ্বিতীয়ত, ইন্টারভিউ এ মেধার পরিচয় দেওয়া। সিভি এমনভাবে তৈরি করা উচিত যেন তা গ্রহণযােগ্য হয় এবং একই পদের বিপরীতে স্তুপ সমান সিভির মধ্যে আপনার সিভিটি ইউনিক হয়। এ বইটিতে সিভি লেখার পরামর্শ রয়েছে। যা নিয়ােগদাতার চোখে আপনার সিভিকে আকর্ষণীয় করে তুলবে। বুদ্ধিমত্তার সাথে ইন্টারভিউ ফেইস করার একটি সুসম্পূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে যা আপনাকে বডি ল্যাংগুয়েজ, ইন্টারভিউ সম্পর্কিত আদবকায়দা এবং অ্যানালিটিকাল প্রশ্নের তাৎক্ষণিক জবাব দেওয়ার নির্দেশনা প্রদান করবে। এছাড়াও রয়েছে ইন্টারভিউ-এর জন্য নিজেকে প্রস্তুত করার বাস্তবসম্মত কৌশল। এসবের মাধ্যমে ইন্টারভিউ সম্পর্কে সর্বোত্তম ধারণা তৈরি করে আপনার আত্মবিশ্বাসকে জোরদার করার লক্ষ্যেই আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা।
Title
এ কমপ্লিট গাইড টু সিভি রাইটিং অ্যান্ড ইন্টারভিউ প্রিপারেশন (পকেট বই)