ফ্ল্যাপে লিখা কথা জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক আমেনা। দুঃখ দারিদ্রতা যার প্রতিদিনের সঙ্গী। হতাশার পাথারে আশার আলো জ্বালিয়ে পথ হেটে হেটে ক্লান্ত বিধ্বস্ত এক নারী আমেনা। স্বপ্ন যার সাথে করে চলেছে নিরন্তর-ছলনা, সংসার যার সাথে করেছে প্রবঞ্চনা তবুও থেমে যায় না আমেনা। একের পর এক ঝড় ঝঞ্জার ঢেউ কেটে কেটে বাঁচতে হয় আমেনাকে। বাঁচিয়ে রাখতে হয় তার স্বপ্নকে দারিদ্র পিড়ীত গ্রাম বাংলার হাজার বছরের নারী জন্মের এক সংগ্রাম মুখর জীবন ফুটে উঠেছে এই উপন্যাসের কাহিনী চিত্রে। সাক্ষী হয়ে দাঁড়িয়েছে সভ্য সমাজের আদালতে। আসামীর কাঠগড়ায় দাড় করিয়েছে সামাজিক বৈষম্যের অভিশাপকে। দণ্ডিত সাজা প্রাপ্ত আমেনা শাস্তি ভোগ করে সমাজকে দণ্ডিত করেছে, কালকে অপরাধী করেছে মহাকালের বিচারে। ভাটি নদীর ভেলা ভাসতে ভাসতে একদিন গিয়ে পড়বে সাগরে। হারিয়ে যাবে না এ ভেলা। মহা সাগরের তরঙ্গ ধরে উল্টে আঘাত করবে শ্রেণী বিভক্ত সমাজকে। সেদিনের অপেক্ষায় এই করুণ সত্য কাহিনীর চিত্র এঁকেছেন লেখক। উপন্যাসিক কবি কামরুজ্জামান ভুঁইয়ার এই উপন্যাসে স্পষ্ট হয়ে ধরা দিয়েছে গ্রাম্য সমাজের বঞ্চিত বন্দি নারী জীবনের এক শ্বাসত করুন কাহিনী চিত্র। লেখক সেটি তুলে ধরেছেন সরল সহজ বর্ণনায়।