বইটির উল্লেখযােগ্য বৈশিষ্ট্য। ➤ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে নির্ভরযােগ্য সূত্রে বর্ণিত দরূদগুলাে অনুবাদসহ বিস্তারিত উল্লেখ করা হয়েছেস্ত। পাশাপাশি ওযীফা আকারে পড়ার সুবিধার্থে একনজরে সবগুলাে উল্লেখ করা হয়েছে। ➤ হাদীস ও আছারে বর্ণিত দরূদ পাঠের ফযীলত এবং দরূদ পাঠের নির্ধারিত সময়গুলাে বিস্তারিতভাবে উল্লেখ করার পর একনজরে পড়ার জন্য সবগুলাের সারাংশ উল্লেখ করা হয়েছে। ➤ প্রতিটি বিষয়ে যতগুলাে হাদীস উল্লেখ করা হয়েছে। যথেষ্ট যাচাই-বাছাই করে নির্ভরযােগ্য বর্ণনাগুলােই উল্লেখ করা হয়েছে। ➤ প্রতিটি বর্ণনার সঙ্গে মুহাদ্দিসীনে কেরামের মতামত উদ্ধৃতিসহ উল্লেখ করা হয়েছে এবং ক্ষেত্রবিশেষে যেখানে দুর্বল রেওয়ায়েত উল্লেখ করা হয়েছে টিকায় তা পরিষ্কার করে দেয়া হয়েছে। ➤ কোনক্রমেই যেন ভিত্তিহীন কিছু ঢুকে না যায় এ ব্যাপারে আপ্রাণ চেষ্টা করা হয়েছে। এ কারণেই কিতাবটিতে দরূদ শরীফ এবং এর ফযীলত সংক্রান্ত লােকমুখে প্রসিদ্ধ ভিত্তিহীন অনেক কিছুই উল্লেখ করা হয়নি। ➤ দরূদপাঠের আদব এবং এ সংক্রান্ত মাসাইল আলাদা। অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। ➤ দরূদ লেখার প্রয়ােজনীতা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলােচনা করা হয়েছে এবং এ সংক্রান্ত প্রসিদ্ধ দু’টি হাদীস নিয়ে বিস্তারিত পর্যালােচনা করা হয়েছে। ➤ সপ্তম অধ্যায়ে বিবিধ শিরােনামে দরূদ শরীফ নিয়ে মানুষের বিভিন্ন ভ্রান্তির নিরসনের পাশাপাশি দরূদ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের সমাধান উল্লেখ করা হয়েছে। ➤ পরিশেষে দরূদ শরীফে ‘সাইয়্যিদিনা’ এবং ‘মাওলানা’ যুক্ত করা এবং দুর্বল হাদীসের গ্রহণযােগ্যতা সম্পর্কে তথ্যসমৃদ্ধ আলােচনা করা হয়েছে।