আল্লাহ তা'আলা আমাকে যে বছর দাওরায়ে হাদীস সমাপ্ত করার তাওফীক দান করলেন, সে বছর ৫ ৬ ৭ ৮ ও ৮। নামের এই কিতাবটি আমার হাতে আসে। কিতাবটি পড়ে আমি। অভিভূত ও মুগ্ধ হই। তখনই আমার চিন্তায় এলাে এর বাংলা। অনুবাদ হওয়া দরকার। সেই থেকেই হাত দিলাম অনুবাদে। কিছু কিছু করে লিখতে লিখতে কাজ অনেকদূর এগিয়ে গেল! এই বইটিই আমার প্রথম অনুবাদগ্রন্থ । অর্ধেকটা অনুবাদ করে দারুল উলুম লাইব্রেরীর স্বত্বাধিকারী মাওলানা শহীদুল ইসলাম ভাইয়ের সাথে কথা বললাম। তিনি সাহস দিলেন এবং প্রকাশ করবেন বলেও সম্মতি দিলেন। তারপর বাকি অর্ধেকের অনুবাদ। কাজ শেষ করলাম। বেশ কিছুদিন ধরেই কম্পােজ ইত্যাদির পথ। পরিক্রমায় বইটি গড়াগড়ি করছে। এই ফাকে আল্লাহর রহমতে আমার বেশ কয়েকটি অনুবাদগ্রন্থ এবং কিছু স্বরচিত গ্রন্থও প্রকাশিত হয়েছে। দিন চলে যাচ্ছে। সময়ও অনেক কেটে গেছে। বইটি পাঠকের হাতে আসতে বিলম্ব হচ্ছে- যেদিন পাঠকের হাতে বইটি পৌছবে সে দিনই কাজটি সফল হয়েছে। ধরে নেবাে। নির্ভুল করার চেষ্টা হয়েছে অনেক। তবুও ভুল রয়ে গেলে আমাদের জানানাের অনুরােধ থাকলাে। যারা যেভাবে বইটির প্রকাশের কাজে শ্রম দিয়েছেন সবার প্রতি শােকরিয়া ।। আল্লাহ আমাদের সবাইকে এই বইটি দ্বারা যেন উপকৃত করেন। এবং এটাকে আমাদের জন্য নাজাতের উসীলা বানান । আমীন!