"ইসলামী শিষ্টাচার "বইটির অনুবাদকের কথা: الحمد لله رب العلمين والصلاة والسلام على اشراف المرسلين وعلى اله وصحبه اجمعين মহান রাব্বল আলামীনের দরবারে লাখাে কোটি শুকরিয়া যে, তিনি আমাদেরকে ঈমানের মত অমূল্য সম্পদ দান করেছেন এবং মননানীত দ্বীনের অনুসারী বানিয়েছেন। এবং দ্বীনি কাজে শরিক হওয়ার তাওফিক দান করেছেন। আমাদের বক্ষমান পুস্তকটি আরবী ভাষায় মুদ্রিত হলেও ইতিপূর্বে ইহা বিভিন্ন ভাষায় অনুবাদও করা হয়েছে। এবং মাকতাবাতুল হারামাইন কর্তৃক আরবী সংস্করণও বহুবার আমদানী করা হয়েছে। বর্তমানে মাকতাবাতুল হারামাইন বাংলা ভাষাবাসী ভাইদের জন্য দ্বীনের ব্যাপক খেদমত আঞ্জাম দেওয়ার লক্ষ্যে বইটিকে সুন্দর ও সাবলীল ভাষায় অনুবাদ করা জন্য মাকতাবা কর্তৃক আমাকে গুরু দায়িত্ব অর্পণ করা হয়। বহু ব্যস্ততা ও অক্ষমতা সত্বেও আল্লাহর অশেষ মেহেরবানীতে উক্ত (১৬.y y৯ ৩৭) ইসলামি শিষ্টাচার নামক কিতাবটি অনুবাদ করে আপনাদের নিকট উপস্থাপন করতে পেরে আল্লাহ রব্বল আলামিনের অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। | অনুবাদে সূত্র উল্লেখ করার ক্ষেত্রে সাধ্যানুযায়ী কোরআনের সূরা ও আয়াত নম্বর এবং হাদিসের কিতাব ও হাদিস নাম্বার দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারপর ও ভুলভ্রান্তি হওয়া স্বাভাবিক। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে অবহিত করবেন। পরিশেষে উক্ত বইটি অনুবাদ করার পিছনে যাদের বিশেষ অবদান রয়েছে এবং যারা উৎসাহ প্রদান করেছে আল্লাহ তাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন এবং মাকতাবাতুল হারামাইন কর্তক বইটি প্রকাশ করায় আল্লাহ তাদেরকেও উত্তম বিনিময় প্রদান করুন। এবং এ ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করে এর মাধ্যমে সকলকে উপকৃত হওয়ার তওফিক দান করুন। এবং এটাকে আমাদের নাজাতের উছিলা বানিয়ে দিন। আমীন।