ফ্ল্যাপে লেখা কিছু কথা মা কে মনে পড়লো। তাকে আজ ফোন করা হয়নি। একটু পরেই উঠে করবো। না করলেও মা-ই শুধু বুঝবেন মেয়ের সামাজিক ব্যস্ততা। ২৫তারিখ ঢাকাতে ঈদ। সেদিন সকালে সবার আগে তাকে ফোন দিয়ে ঘুম থেকে উঠাবো। ম্যাপে ম্যাপে পথ খুঁজি, দূরত্ব মাপি। বহুদূর এশিয়া মহাদেশে বাংলাদেশ। সেখানে ধানমন্ডি লেকের পাড়ে এক বাসায় আমার মা একা থাকেন। আমার বাবা আছেন আমার সামনে, সিলিং এ চাদ হয়ে। মারা গেছেন অনেক দিন। আমার মেয়ে প্রায়ই বলে নানা ভাইয়া চাঁদ। তার সিলিং জুড়ে প্রচুর চাঁদ তারা, রাতের অন্ধকারে ওইগুলো জ্বলে। চাঁদ তিনটে। একটি তার দাদীমা, আরেকটি নানা ভাইয়া, তৃতীয় চাঁদাটি বসিয়েছি আমি। সে প্রায়ই জানতে চায় ওই টি কে? যখন ও বড় হবে, হয়তো বা তখন বলবো ওকে ওটা আমার না জন্মাতে পারা ছেলে, আরিয়ান। আজ প্রথম ঈদ করতাম আমরা চারজনে। আমি বিছানায় শুয়ে চুপচাপ চেয়ে থাকি উপরের দিকে। আমার আকাশ ভরা চাদ তারা। তারপরও কোথাও কোথাও কখনও কখনও আমরা খুব একাকী সিঃসঙ্গচারী। বহু দূরের এই আমি যেন হঠাৎ পড়ে যাই কষ্টের বারিধারায়। ফ্ল্যাপে লেখা কিছু কথা *সোমালিয়ান সারা *ভারতী *চন্দনার স্বামীর বিয়ে *তোরা যে যা বলিস ভাই *পালাবি কোথায়? *কাস্টমার সার্ভিস *জিনিওলজি ডক কম *শবেবরাত ও হ্যালোউইন-১০০১ *আমেরিকান বুড়ী *মেয়েওয়ালা *নাইন ওয়ান ওয়ান *মেঘকাব্যে জলজ প্রহর *নিহার ঈদ-২০০৬ *ঈদ ঘিরে আমরা *আই এম পসিবল *হারাম হালাল *আছি চোখ বুজে *১৪১৪ *সুইসাইড খাব *দেশী বিদেশী ভিক্ষক *পরেমেশ্বর পরম ভট্টারক *লাভ এবং Love *প্রবাসী পিতামাতা *কিটি পার্টি *মায়াঝরা এক রাতে