Economic Growth re-emerged as an exciting field when New Growth Theories (NGT) challenged the Neoclassical Growth Theory (NCGT) in the 1980s. The author played an important role in the ensuing debate by pioneering the use of panel econometric methods to growth empirics, revealing in the process huge productivity differences across countries. This volume presents a collection of articles illustrating the above process, beginning with the QJE article, “Growth Empirics: A Panel Data Approach” (1995) that has now become a classic. Following the growth debate-focused articles, the volume presents articles studying productivity differences, culminating in a multi-causal empirical model of Total Factor Productivity (TFP). The final articles of the volume discuss the relevance of the growth debate for developing countries, in general, and Bangladesh, in particular. The introductory chapter brings the articles together by tracing the connections among them and also makes the volume intelligible to non-specialized readers. The book can therefore be useful not only for academics and students interested in growth theory but also for policymakers and general readers.
শিক্ষা ও সাহিত্যের প্রতি প্রকৃত অনুরাগ এবং বিশ্লেষণাত্মক চিন্তাধারার প্রতি যার প্রবল ঝোঁক। জন্ম ১৯৮০ সালের ২রা নভেম্বর; চাঁদপুর জেলার বৃহত্তর মতলব উপজেলায়। মা বেগম রোকেয়া আক্তার এবং বাবা আশেক উল্লাহ প্রধান। পড়ালেখা করেছেন, মতলব সূর্যমুখী কচি-কাঁচা প্রাথমিক বিদ্যালয়, মতলব জে.বি. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মতলব সরকারি ডিগ্রি কলেজ, চাঁদপুর সরকারি কলেজ, ঢাকা তেজগাঁও কলেজ, কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এবং চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে। তার পড়ালেখার ক্ষেত্র বৈচিত্র্যময়; রসায়ন, ইংরেজি সাহিত্য, শিক্ষণবিজ্ঞান, শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা। কিছুকাল উদ্ভিদবিজ্ঞান, আইন, বাংলা সাহিত্যও পড়েছেন। তিনি মাধ্যমিক শিক্ষাক্রম, কথাসাহিত্য রচনা, পাণ্ডুলিপি সম্পাদনা, সাংবাদিকতা, রিসার্চ মেথডলোজি বিষয়ে কোর্স ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন। শিক্ষকতা করেছেন প্রায় এক যুগ—একটি ইংরেজি ভার্শন উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে। সেখান থেকে উপাধ্যক্ষ হিসেবে শিক্ষকতার ইতি টানেন। তিনি নন-ফিকশনের পাশাপাশি ফিকশনেও সমান স্বচ্ছন্দ। বাংলা ও ইংরেজি জাতীয় দৈনিকের সাহিত্য পাতায় নিয়মিত তার গল্প, বুক রিভিউ, অনুবাদ প্রকাশিত হয়। বর্তমানে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এডুকেশন থেকে এমফিল থিসিস করছেন। বৃশ্চিক রাশির জাতক এই লেখক পরিবার ও বন্ধু-পরিসরে ‘রাসেল’ নামে সমধিক পরিচিত। তিনি স্ত্রী তাহমিনা আক্তার ও দুই কন্যা প্রান্তি, প্রার্থনাকে নিয়ে ঢাকায় বসবাস করেন।