ফ্ল্যাপে লিখা কথা আমাদের শিল্প ,কৃষিসহ অর্থনৈতিক কর্মকাণ্ডের নারীরা বিশেষ করে শ্রমজীবী মেহনতী নারীরা এখন এক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছেন। শ্রমের বাজারসহ সামাজিক জীবনের নানা ক্ষেত্রে নারী বর্ধিত অংশগ্রহণ পরিবার ও সমাজের পশ্চাৎপদ ও প্রচলিত সমান্ত মূল্য বোধ , সংস্কৃতি ও জীবনধারার মধ্যে উল্লেখযোগ্য নানা পরিবর্তন সাধণ করেছে। এসব উদ্যোগ ও তৎপরতা পরিবার ও সামাজিক সম্পর্কের নতুনতর বিন্যাসের বস্তুগত ভিত্তি তৈরি করছে। সামাজি উৎপাদনে নারীর সরব উপস্থিতি সামাজিক অগ্রগতির দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ন ঘটনা।
এই বিষয়গুলি বহিৃশিখা জামালী তার এই গ্রন্থে সংকলিত নিবন্ধ ও প্রবন্ধে গভীর অর্ন্তদৃষ্টি ও বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরেছেন। এই ঐতিহাসিক অগ্রযাত্রার মধ্যেও নারী কিভাবে শোষিত ,বঞ্চিত ,নিপীড়িত এবং এখনও পর্যন্ত নির্মম শ্রেনী ও পুরুষতান্ত্রি শোষণ -নিগ্রহ -নির্যাতনের শিকার দক্ষতার সাথে তিনি তা প্রকাশ করেছেন।
পাশাপাশি তিনি নারীর সাথে আমাদের প্রকৃতি,প্রাণসম্পদ ও জীববৈচিত্র্যের সম্পর্ক টেনে আমাদের প্রাণসম্পদ ও জীববৈচিত্র্যের ভয়াভহ বিপন্ন দশার জীবন ঘনিষ্ঠ চিত্রও ফুটিয়ে তোলেছেন। বিশ্ব পুঁজিবাদের মুনাফা ও ভোগবাদী উন্নয়ন মডেল এবং আমাদের অদূরদর্শিতার কারণে জলবায়ূর পরিবর্তন কিভাবে আজ আমাদের অস্তিত্ব বিনাশী ভূমিকায় আবির্ভূত হয়েছে এই গ্রন্থে তাও তিনি তথ্য ও যুক্তি দিয়ে তুলে ধরেছেন। এসব বিষয়ে এই গ্রন্থটি চিন্তা ও মননশীলতায় একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচনার দাবি রাখে।
সূচিপত্র * বাংলাদেশের নারীশ্রমের বিকাশ ও তার তাৎপর্য * জামায়াতের একটি শিক্ষা শিবির ও তাদের প্রতিক্রিয়শীল দাবী প্রসঙ্গে * অরক্ষিত দেশ অরক্ষিত সমাজ: প্রসঙ্গ নারী * আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য -আমাদের প্রেরণা * নারীকুলের আর্তি এবং রা্ষ্ট্র ও সরকারের দায়িত্বহীনতা * ব্রাহ্মণবাড়িয়ায় মৌলবাদী তান্ডবের এক ভয়াল অন্ধকার সম্পর্কে * প্রতিবাদী নারী জাগরনের একটি আলেখ্য * বীজ ও প্রাণসম্পদ সাম্রাজ্যবদী মুনাফার নতুন ক্ষেত্র * আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচিতে আদিবাসীদের উৎসবের একদিন * ২০০১ এর জাতীয় নির্বাচন এবং আমাদের নারীদের ভূমিকা * প্রকৃতি, জীববৈচিত্র্য ও আমাদের বিপন্ন দশা * দায়িত্বহীন রাষ্ট্র আর দুর্বৃত্তের কবলে প্রাণবৈচত্র্য * ঐতিহাসিক মে দিবস-৮ মার্চের চেতনা ও নারী মুক্তির সংগ্রাম * ধর্ম ব্যবসায়ীদের সভ্যতা বিনাশী কালো হাত রুখতে হবে * বাংলাদেশে শ্রমজীবী নারীদের উত্থান প্রসঙ্গে * ঢাকা-ফুলবাড়ী লংমার্চ -প্রাণ ও প্রতিরোধের যুগলবন্দী * শ্রেণী ও পুরুষতান্ত্রিক শোষণ -নিপীড়ন এবং নারী মুক্তির প্রশ্ন * প্রসঙ্গ: নারীনীতি -ধর্ম ব্যবসায়ীদের তাণ্ডব ও সরকারের পিছটান * প্রাণ ও প্রকৃতি ধ্বংসের মহাযজ্ঞ- আমাদের বিপন্ন অস্তিত্ব
Title
নারী প্রকৃতি প্রাণবৈচিত্র্য ও আমাদের বিপন্ন অস্তিত্ব