“সহজ দোয়া সহজ আমল" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ মানুষের স্বভাবজাত চাওয়া অল্পসময়ে, অল্পশ্রমে ও অল্পপুঁজিতে বেশি মুনাফা কামাই করা। দুনিয়ার ক্ষেত্রে এমন কোনাে মানুষ নেই, যে খুব কমসময়ে ও কমশ্রমে বেশি অর্থ ও বেশি সম্পদের মালিক হতে চায় না। রাতারাতি অঢেল সম্পদের মালিক হতে সবারই মনের চাওয়া। তেমনি। পরকালের বিষয়েও মানুষ চায়। ফরজ-ওয়াজিবের পাশাপাশি অল্পসময়ে। এমনকিছু আমল করতে, যার পরিমাণ হবে কম, আদায়ে হবে খুবই সহজ; কিন্তু নেকি হবে অঢেল বা পাহাড় সমান! আগের যুগের মানুষ বাঁচতাে পাঁচশােএকহাজার বছর। তাদের আমলও হতাে অনেক বেশি। আমল বেশি তাে নেকিও। বেশি। মহান আল্লাহ শেষনবির উম্মতকে আয়ু দিয়েছেন কম; কিন্তু এমনকিছু আমল। দিয়েছেন, যা আদায় করতে সময় খরচ হয়। কম; কিন্তু নেকি পাওয়া যায়। পাঁচশাে-একহাজার বছরের আমলের। চেয়েও বেশি। যেমন কদরের রাত সম্পর্কে আল্লাহ বলেছেন, কদরের রাতটি হাজার। মাসের রাতের চেয়েও সেরা। আর হাজার মাসে ৮৩ বছর চার মাস হয়। তাই কারাে যদি সৌভাগ্যক্রমে জীবনের দশটি বছরেও। দশটি কদরের রাত মিলে যায়, আর রাতগুলাে ইবাদতে কাটাতে পারে, তাহলে সে আটশাে বছর চার মাস ইবাদতের। সােয়াব পেয়ে যাবে! সােবহানাল্লাহ! এমনসব আমলই সন্নিবেশিত হয়েছে। বইটিতে। প্রিয়পাঠক! বইটি পড়ে আল্লাহর মেহেরবানিতে ব্যাপক উপকার পাবেন!!