"সাফল্যের হাজারো সূত্র" বইয়ের ফ্ল্যাপের লেখা: মানুষকে চলার পথে প্রেরণা যােগাতে পৃথিবীর সব ভাষাতেই বহু বই আছে- যাকে বলে 'সাইকো-সাইবার নেটিক্স । বাংলা ভাষায় এই ধরনের গ্রন্থমালা একেবারেই সীমিত। সেই শুন্যস্থান পূরণে যারা এগিয়ে এসেছেন, বিক্রয়-বন্ধু রাজিব আহমেদ তাঁদের মধ্যে অন্যতম- যিনি একাধারে মুক্ত সাংবাদিক, জনপ্রিয় কলামিস্ট, আঞ্চলিক ইতিহাস গবেষক, বিক্রয় ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, অনুপ্রেরণামূলক বক্তা ও পেশা পরামর্শক। রাজিব আহমেদ চারটি শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানিতে (রেকিট বেনকিজার, ইউনিলিভার, বাংলালিংক ও রবি) দুর্দান্ত দশটি বছর কাটিয়ে স্বেচ্ছায় ছুটি নিয়ে এখন। দেশবরেণ্য মুক্ত বিক্রয় প্রশিক্ষক। প্রশিক্ষিত করেছেন দেড় শতাধিক কোম্পানির ২৫ হাজারেরও বেশি মানুষকে। দেড় দশকের কর্মজীবনে তিনি যা কিছু। শিখেছেন, দেখেছেন- সেইসব বাস্তব অভিজ্ঞতা ও শিক্ষাই সূত্র আকারে এখানে উপস্থাপিত হয়েছে। ১২০০ সূত্র সম্বলিত এই বইটিতে বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি ও নিখাদ জীবন্যাত্রার এক সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরা। হয়েছে- যে পরিকল্পনা আপনার জীবনকে করবে সুন্দর, আকর্ষণীয় ও পরিপূর্ণ। অন্যদিকে গড়ে তুলবে উপভােগের মতাে সত্যিকারের সাফল্য আর বৈষয়িক উন্নতির সঙ্গে সুসামঞ্জস্যপূর্ণ সম্পর্ক। আপনি যদি একটি সুবিস্তৃত, বৈচিত্র্যময় ও বলিষ্ঠ জীবন। চান- যে জীবনের রয়েছে তাৎপর্য, তাহলে আপনার জন্যই এই বইটি লেখা হয়েছে! জয়ী হওয়ার উদগ্র বাসনা মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। কিন্তু চূড়ান্ত সাফল্য লাভ করতে চাইলে এই বইয়ে বর্ণিত আরাে কিছু কৌশল অবলম্বন করতে হবে। বইটি শুধু পাঠ্য নয়, অবশ্যই সংগ্রহে রাখার মতাে।
জীবন ঘনিষ্ঠ বহুমাত্রিক লেখক রাজিব আহমেদ বাংলা মননশীল সাহিত্যকে ক্রমেই সমৃদ্ধ করে চলেছেন। তিনি বাংলাদেশের অন্যতম বিক্রয় ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ৫০ অতিক্রম করে গেছে। বাংলাদেশে আত্মোন্নয়নমূলক অভিনন্দন লাভ করেছেন। রাজিব আহমেদ চারটি স্বনামধন্য বহুজাতিক কোম্পানিতে (রেকিট বেনকিজার, ইউনিলিভার, বাংলালিংক ও রবি) দশ বছরের কর্মজীবন থেকে স্বেচ্ছায় ছুটি নিয়ে এখন মুক্ত বিক্রয় প্রশিক্ষক ও অনুপ্রেরণামূলক বক্তা; জয় করে চলেছেন অসংখ্য বিক্রয় পেশাজীবী, শিক্ষার্থী ও দর্শক শ্রোতার হৃদয়। লেখালেখি তার নেশা আর ভালোবাসেন দেশ-বিদেশে ঘুরে বেড়াতে।