মেজর রফিকুল ইসলাম পিএসসি রচিত 'স্বৈরশাসনের নয় বছর' একটি তথ্যবহুল, একই সঙ্গে বর্ণনামূলক ও বিশ্লেষণধর্মী সুলিখিত গ্রন্থ, বাংলাদেশের একটি বিশেষ যুগের সামাজিক-ঐতিহাসিক-রাজনৈতিক দলিলসম।... কিভাবে এরশাদ ক্ষমতা দখলের জন্য ষড়যন্ত্রের নিপুন জাল পাতেন, ক্ষমতা দখলের পর কিভাবে ক্ষমতার ভিতকে শক্ত করেন, কিভাবে উন্নয়নের নামে অনুন্নয়নখাতে বিপুল ব্যয়, বিদেশে অর্থ পাচার, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন ইত্যাদি অবাধে শুধু চলতেই দেননি নিজেও সপরিবারে তাতে সিংহভাগ বসিয়েছিলেন সেসব কাহিনী লেখক এই গ্রন্থে প্রাসঙ্গিক তথ্যের সাহায্যে লিপিবদ্ধ করেছেন। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে দেশের বীর জনগণ যে দুঃসাহসীক অভিযাত্রায় অংশ নিয়েছে...যেভাবে ঐক্য গড়ে তুলেছিল তার ইতিকথাও স্থান পেয়েছে এখানে। লেখক ইতিপূর্বে আমাদের মুক্তিযুদ্ধভিত্তিক আরো বই উপহার দিয়েছেন, 'একটি ফুলকে বাঁচাবো বলে', 'একাত্তরের মুক্তিযুদ্ধ: এগারো সেক্টরের বিজয় কাহিনী', একাত্তরের মুক্তিযুদ্ধ: প্রতিরোধের প্রথম প্রহর'। বর্তমান আলোচ্য গ্রন্থের বিষয়বস্তু ভিন্ন, কিন্তু এখানেও পশ্চাদপটে যে মুক্তিযুদ্ধের চেতনা ফল্গুধারার মতো প্রবাহমান তা সর্তক পাঠকের দৃষ্টি এড়ায় না। -অধ্যাপক কবীর চৌধুরী।
মেজর রফিকুল ইসলাম ১৯৪৬ সালে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়নশাস্ত্রে অনার্স ও এম এস সি পাশ করে কিছুদিনের জন্য তিনি অধ্যাপনা করেন। ২৬ মার্চ স্বাধীনতা যুদ্ধ আরম্ভ হলে তিনি মুক্তিযুদ্ধে যােগ দেন এবযুদ্ধ চলাকালে ইষ্টবেঙ্গল রেজিমেন্ট কমিশন লাভ করেন। ১৯৮১ সালের নভেম্বর মাসে লেখ বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর প্রাপ্ত হন।