"ইউটিউব দেখে, শিখে, উপার্জন"বইটির ভূমিকা: অনলাইন থেকে আয় করার একটা বড় মাধ্যম হলাে YouTube। শুধুমাত্র YouTube ব্যবহার করে আপনি প্রতিমাসে প্রচুর ইনকাম করতে পারেন। ভিডিও মার্কেটিং অনলাইনে আয়ের জন্য একটি অত্যন্ত সম্ভবনাময় খাত। আমাদের দেশে এখন খুব একটা বেশি না হলেও বহির্বিশ্বের এর চাহিদা বা জনপ্রিয়তা অনেক বেশি, আর দিন দিন তা বেড়েই চলছে। ২০১৭ সাল নাগাদ কনট্যান্ট মার্কেটিং কে পেছনে ফেলে ভিডিও মার্কেটিং এগিয়ে যাবে বলে অভিজ্ঞজনদের ধারণা। YouTube শুধু আয়ের জায়গা নয়, এখানে আমরা অনেক শিক্ষামূলক ভিডিওর মাধ্যমে আমাদের জাতি এবং আমাদের দেশের তরুণ প্রজন্মকে ভালাে কিছু শিক্ষা দিতে পারি। তাছাড়া ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানির প্রচারের জন্যও এটা খুব ভালাে মাধ্যম হিসাবে ব্যবহার হচ্ছে। প্রযুক্তিগত উৰ্কর্ষতা সাধনে বাংলাদেশের অর্জিত সাফল্য বিশ্বের যেকোনাে দেশের জন্য বর্তমানে ঈর্ষণীয়। ডিজিটাল মার্কেটিং হিসাবে বিভিন্ন সােশ্যাল মিডিয়া ব্যবহৃত হয় তার মধ্যে অন্যতম হলাে YouTube আইসিটি খাতের ব্যাপক পরিবর্তন ও অর্জনের অন্যতম মাধ্যম হলাে আউটসােসিং। বর্তমানে বাংলাদেশে আউটসাের্সিংয়ে YouTube থেকে উপার্জন একটি জনপ্রিয় মাধ্যম। দেশের বহু সংখ্যক বেকারত্ব দূরীকরণে আউটসাের্সিং-এ YouTube থেকে উর্পাজনের চর্চা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। অনেকটাই নতুন মাধ্যম হিসাবে YouTube থেকে আয়ের বিষয়টি বাংলাদেশে অনেকটাই নতুন বিধায় এই প্রথম এই বিষয়ক একটি সহায়ক গ্রন্থ প্রণয়নে উৎসাহী হই। সম্ভবত বাংলা ভাষায় লেখা এই বিষয়ে এটিই প্রথম বই। বইটি রচনায় বিভিন্ন ওয়েবসাইট, আর্টিক্যাল, আইসিটি ম্যাগাজিন, আইটি বিষয়ক বইয়ের সহযােগিতা নিয়েছি। বইটি নতুন প্রজন্মের ফ্রিল্যান্সারদের আউটসােসিংয়ের ক্ষেত্রে সামান্য সহযােগিতা করলে আমার পরিশ্রম সার্থক হবে।
জিয়াউল হক কাওসার জন্ম শরীয়তপুর জেলার জাজিরা থানায়। তিনি ‘মুজিব রাসেল বিদ্যাপীঠ’ থেকে প্রাথমিক এবং জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। বিসিআই ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট থেকে তিনি ‘ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং’ পড়াশুনা শেষ করেন। এরপরে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং—এ অনার্স শেষ করেন। টেকনোলজি প্রতি তার ভালোলাগা, ভালোবাসা ছোটবেলা থেকেই। তিনি ২০১৭ সালে আইসিটি ডিভিশন থেকে সেরা ফ্রিল্যান্সার পুরস্কার লাভ করেন। ২০১৭ সালে ‘ইউটিউব : দেখে, শিখে, উপার্জন’ তার লেখা প্রথম বই। তিনি আইটি—এর উপর গবেষণার কাজ করেছেন। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার আইটি ভুমিকা নিয়ে গবেষণা কাজ চালিয়ে যাচ্ছেন, এছাড়া তিনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করছেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক কোম্পানিতে ‘IT Solutions Institute’—এ। তিনি সফলতার সাথে টানা ৮ বছর আন্তর্জাতিক জব মার্কেটে তথ্য—প্রযুক্তির বিভিন্ন বিষয়ে কনসালটেন্ট এবং টিম লিডার হিসেবে কাজ করেছেন।