শিশুরাই আমাদের ভবিষ্যৎ। একটি শিশুর প্রকৃত মানবসন্তান হিসেবে সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য তার কিছু মৌলিক অধিকার রয়েছে। এ সকল অধিকার রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। প্রতিদিনই অসংখ্য শিশু নানাভাবে অবহেলা, নির্যাতন এবং নিপীড়নের শিকার হচ্ছে এবং তাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। আমরা অনেকে জেনে বা না জেনে শিশুদের অধিকার উপেক্ষা করে যাচ্ছি। শিশুদের অধিকার রক্ষায় বাংলাদেশের সংবিধানে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন আইন ও নীতি প্রণয়ন করা হয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশন ও চুক্তি সম্পাদিত হয়েছে। এ সকল আইন, নীতিমালা এবং কনভেনশন সম্পর্কে আমরা সকলে অবগত নই । শিশুদের অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে কী কী প্রতিকার রয়েছে তাও আমাদের সকলের জানা নেই। শিশুদের কল্যাণের কথা বিবেচনা করে শিশুদের সাথে সম্পৃক্ত আইন, বিধি-বিধান এবং আন্তর্জাতিক ডকুমেন্ট সম্পর্কে আমাদের জানা প্রয়ােজন। বইটির সংযােজনীতে শিশুদের বিষয়ে আমাদের দেশে প্রণীত কিছু গুরুত্বপূর্ণ আইন, নীতি এবং আন্তর্জাতিক বিভিন্ন কনভেনশনের মূল টেক্সট রাখা হয়েছে । বইটি লেখার ক্ষেত্রে কিছু সহায়ক গ্রন্থ, ওয়েব সাইট এবং ডকুমেন্টের সহায়তা নেওয়া হয়েছে। প্রতিটি বিষয়ের শেষে বিস্তারিত তথ্যসূত্রে এ সকল উৎসের কথা উল্লেখ করা হয়েছে । পাঠকগণ বিস্তারিত জানার জন্য উৎস লিংকের সহায়তা নিতে পারেন । আশা করা যায় বইটি কিছুটা হলেও পাঠক, মানবাধিকার কর্মী, শিশু অধিকার কর্মী, আইনজীবী, শিক্ষার্থী এবং সর্বোপরি অভিভাবকগণের প্রয়ােজন মেটাবে ।
নাজমুল শামিম ১৯৭৫ সালের ১ জুলাই বরগুনা জেলাধীন বেতাগী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বেতাগী উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক ও বরিশাল সরকারী ব্রজমোহন কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তী সময়ে ঢাকা জেলা বারের সদস্য হিসেবে আইন পেশায় যোগ দেন। তিনি কয়েক বছর মানবাধিকার কর্মী হিসেবেও কাজ করেন। তিনি অস্ট্রেলিয়া সরকারের বৃত্তি নিয়ে University of Queensland থেকে Governance and Public Policy বিষয়ে ২০১৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছোটবেলা থেকেই জনাব শামিম লেখালেখির সাথে জড়িত ছিলেন। স্কুলে অধ্যয়নকালে তিনি “নবজাগরণ” নামে একটি পত্রিকা সম্পাদনা করেন। কলেজ জীবনে তিনি অতিথি সম্পাদক হিসেবে তিনি বরিশালের “দৈনিক প্রবাসী”র শিশুদের পাতা সম্পাদনা করেন। তিনি কিছুদিন এই পত্রিকার নিজস্ব সংবাদদাতা হিসেবেও কাজ করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ‘হৃদয়ে শ্রাবণ’ এবং ‘কীর্তনখোলা’ নামে দুটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করেন। এ সময়ে সাহিত্য চর্চার পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় পত্রিকায় কলাম লেখেন। তাঁর লেখা প্রবন্ধসমূহ দৈনিক ইত্তেফাক, ভোরের কাগজ, ডেইলি স্টার, বাংলাদেশ অবজারভার এবং ইন্ডিপেনডেন্ট পত্রিকায় প্রকাশিত হয়। প্রকাশিত গ্রন্থ: প্রবন্ধ গ্রন্থ: সিভিল সার্ভিস, পাবলিক পলিসি, গুড গভার্ন্যান্স অ্যান্ড অ্যাডভোকেসি, বাংলাদেশের সংবিধান ও সাংবিধানিক আইন, আমাদের শিশু: আলোকিত ভবিষ্যত এবং নারী-আলোর অভিযাত্রী। আইন ও মানবাধিকার: শিশু অধিকার, মানবাধিকার ও নারী অধিকার, মানবাধিকার-সহজপাঠ এবং প্রাচীন রোমের ইতিহাস ও আইন। শিশুতোষ: চাঁদের আলোয় বারবিকিউ, ছোটদের প্রিয় নজরুল, ছোটদের প্রিয় রবীন্দ্রনাথ এবং ভূত এসেছে চুপি চুপি। উপন্যাস: ইরাবতী গল্পগ্রন্থ: চলো ভিজি বৃষ্টিতে নাজমুল শামিম ২০০১ সাল থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসে কাজ করছেন। এ ছাড়া তিনি ইউএনডিপি এবং ইউএনএফপিএ-তে কাজ করেছেন। তিনি অস্ট্রেলিয়া, ফ্রান্স, চীন, জাপান, তুরষ্ক, বেলজিয়াম, হল্যান্ড, জার্মানী, কাতার, মালয়েশিয়া, সিংগাপুর এবং ভারত প্রভৃতি দেশ ভ্রমণ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক।