“রক্তগোলাপ" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম এক ব্যক্তিত্ব। তিনি সাহিত্যের সকল শাখায় সৃজনী বহুমুখীন কর্মের। যে উজ্জ্বল স্বাক্ষর রেখে গেছেন, তা বাংলা। সাহিত্যের ভুবনকে সমৃদ্ধ করেছে নানাভাবে। বিগত শতাব্দীর পঞ্চাশের দশক থেকে। বাংলাদেশের সাহিত্যে হাতেগােনা যে-কয়েকজন আধুনিকতার পথ নির্মাণ করেছিলেন সৈয়দ শামসুল হক ছিলেন তাঁদের মধ্যে অন্যতম প্রধান । তাঁর। কবিতা, ছােটগল্প, উপন্যাস, মৌলিক নাটকসৃজন সাহিত্যের নানা রচনায় নতুন মাত্রা অর্জন করেছে । সাহিত্যের বিভিন্ন বিভাগকে তার সৃজনবৈভব দ্বারা তিনি যে-উচ্চতায় স্থাপন করেছেন তার কোনাে তুলনা নেই। তাঁর কবিতা ও গদ্য রচনার শৈলী উত্তরকালের জন্য অনুকরণযােগ্য হয়ে থাকবে । বাংলাদেশের ছােটগল্পে যারা বিষয় ও প্রকরণ নিয়ে কাজ করেছেন, উত্তীর্ণ মানের গল্প লিখেছেন সৈয়দ হক তাদের মধ্যে অগ্রগণ্য। ১৯৬৩ সালে সৈয়দ হক লিখেছিলেন তাঁর বিখ্যাত গল্প ‘রক্তগােলাপ’ । ১৯৬৪ সালে মাওলা ব্রাদার্স থেকে প্রথম প্রকাশিত হয় ‘রক্তগােলাপ' বইটি। প্রকাশিত হওয়ার পর তাঁর গল্পখ্যাতি ছড়িয়ে পড়ে বিদোৎসাহী মহলে। এ ছাড়া বইটিতে রয়েছে। লেখকের খুবই উল্লেখযােগ্য ‘জনক ও কালােকফি এবং কয়েকটি মানুষের সােনালি যৌবন দুটি। ভিন্নমাত্রার গল্প । সৈয়দ হক তাঁর গল্পের মাধ্যমে আমাদেরকে জীবনের প্রতি তীব্র ভালােবাসার আহ্বানই যেন জানিয়েছেন।
জন্ম : ২৭ ডিসেম্বর, ১৯৩৫ প্রয়াণ : ২৭ সেপ্টেম্বর, ২০১৬ পুরস্কার : আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, নাসরিউদ্দনি র্স্বণপদক, জেবেন্নুসা-মাহবুবউল্লাহ্ র্স্বণপদক, আলাওল সাহিত্য পুরস্কার, অলক্ত সাহিত্য পুরস্কার, কবিতালাপ পুরস্কার, পদাবলী পুরস্কার, রাষ্ট্রীয় একুশে পদক এবং স্বাধীনতা পদকসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন।