"স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস" জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের নতুন সিলেবাস অনুযায়ী ডিগ্রি পাস কোর্সের সব বিভাগের ছাত্রছাত্রীদের জন্য ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস' শীর্ষক সহায়ক গ্রন্থটি রচনা ও সম্পাদনা করা হয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতির আলােকে গ্রেডিং ও ক্রেডিট সিস্টেম যেমন- Part-A, Part-B ও Part-C অনুযায়ী গ্রন্থটিকে সাজানাে হয়েছে। পড়ুয়া ছাত্রছাত্রীদের কথা স্মরণ রেখে বইটির প্রতিটি অধ্যায়ের বিষয়বস্তু প্রচুর পয়েন্ট দিয়ে সহজবােধ্য করে উপস্থাপন করা হয়েছে। একজন পড়ুয়া মানে পরীক্ষার্থী। তাই পরীক্ষার সময়, মানবন্টন এবং উচ্চনম্বর প্রাপ্তির উপযােগী করে আলােচনার পরিসর নির্ধারণ করা হয়েছে। এই বইয়ের বিষয়বস্তু ছাত্রছাত্রীরা সহজভাবে বুঝতে সক্ষম হবে এবং ভালাে ফলাফলের জন্য তাদের সহায়ক হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশ যেমন প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্যে সমৃদ্ধ, তেমনি সমৃদ্ধ ইতিহাসে। সময় পরিক্রমার সঙ্গে সঙ্গে এ দেশের ইতিহাসে বৈচিত্রিক ও বহুমাত্রিক ঘটনাসম্ভারের গৌরবময় সম্মিলন লক্ষ করা যায়। কালজয়ী অনেক মনীষী, অগ্রসর চিন্তার অসংখ্য অগ্রপথিক, অগনিত আত্মােৎসর্গীকৃত কর্মীর ঘামে, শ্রমে ও রক্তে বাংলাদেশের ইতিহাসের এক-একটি অধ্যায় নির্মিত হয়েছে। এর ইতিহাস সবচেয়ে গৌরবের, সর্বাধিক গর্বের এবং সন্দেহাতীতভাবে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়। এ অভ্যুদয়ের চূড়ান্ত অধ্যায় নির্মিত হয়েছে প্রত্যক্ষভাবে ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ, আর লাখ লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ অধ্যায়ের প্রধান স্থপতি। তাঁর হাতে, তাঁর নেতৃত্বেই বাঙালি পেয়েছে হাজার বছরের আরাধ্য স্বদেশ। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস গ্রন্থে বাংলাদেশের জন্মের গৌরবময় এই ইতিবৃত্তই তুলে ধরা হয়েছে।
Title
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (ডিগ্রী তৃতীয় বর্ষ)