ববি খুব অবাক হয়ে লেসার পয়েন্টারটা দেখছে। লেসার পয়েন্টার থেকে লাল একটা আলো দেয়ালে যেয়ে পড়ছে অথচ গতিপথে আলোটাকে সে দেখতে পাচ্ছে না, শুধু যেখানে আলোটা পড়ছে সে জায়গাটায় আলো দেখতে পাচ্ছে সে।... See more
ববি খুব অবাক হয়ে লেসার পয়েন্টারটা দেখছে। লেসার পয়েন্টার থেকে লাল একটা আলো দেয়ালে যেয়ে পড়ছে অথচ গতিপথে আলোটাকে সে দেখতে পাচ্ছে না, শুধু যেখানে আলোটা পড়ছে সে জায়গাটায় আলো দেখতে পাচ্ছে সে। আর অন্ধকার থেকে পয়েন্টারের বাটনে চাপ দিলে আলোর উৎসটাও বোঝা যাচ্ছে না। ছবিতে আধুনিক অস্ত্রে সে এরকম লেসার রশ্মি দিয়ে এইম করতে দেখেছে। আর আজ সে বাস্তবে প্রথম দেখছে। পয়েন্টারটা তার দারুণ পছন্দ হলো। এটাকে কীভাবে ব্যবহার করা যায় ভাবতেই সে পয়েন্টারটাকে তার খেলনা পিস্তলের ওপর একটা টেপ দিয়ে আটকে দিল।
লেখক মোশতাক আহমেদ এর জন্ম ১৯৭৫ সালের ৩০ ডিসেম্বর, ফরিদপুর জেলায়। পেশায় একজন চাকুরিজীবী হওয়া সত্ত্বেও লেখালেখির প্রতি তাঁর আগ্রহ প্রচুর। এ পর্যন্ত সায়েন্স ফিকশন নিয়েই সবচেয়ে বেশি লিখেছেন। বাংলা সায়েন্স ফিকশন জগতে তার পোক্ত একটি অবস্থান সৃষ্টি হয়েছে। এছাড়াও মোশতাক আহমেদ এর বই সমূহ ভৌতিক, প্যারাসাইকোলজি, মুক্তিযুদ্ধ, কিশোর ক্ল্যাসিক, ভ্রমণ ইত্যাদি জঁনরাতে বিভক্ত। যেকোনো একটি বিষয়ে সীমাবদ্ধ না থেকে তিনি বিভিন্ন বিষয় নিয়ে লিখতেই পছন্দ করেন। মোশতাক আহমেদ এর বই সমগ্র সংখ্যায় পঞ্চাশ পেরিয়েছে। তাঁর প্রথম প্রকাশিত বই ছিল ‘জকি’। এটি একটি জীবনধর্মী উপন্যাস। ২০০৫ সালে এটি প্রকাশিত হয়। মোশতাক আহমেদ পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রথমে ফার্মেসি বিভাগে, পরে আইবিএতে। পরবর্তী সময়ে ইংল্যান্ডের লেস্টার বিশ্ববিদ্যালয় থেকে অপরাধবিজ্ঞান থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। পড়াশোনার খাতিরেই হোক বা কর্মজীবনের তাগিদেই হোক, ব্যক্তিগত জীবনে তিনি অনেক ভ্রমণ করেছেন। সেসব ভ্রমণকাহিনীর আশ্রয়ে তাই ক্রমেই সমৃদ্ধ হয়েছে তাঁর লেখা ভ্রমণকাহিনীগুলোও। তাঁর সৃজনশীল কর্মকাণ্ড শুধু লেখালেখিতেই গণ্ডিবদ্ধ নয়। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাজারবাগের পুলিশ ও পাকিস্তানী হানাদারবাহিনীর মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। সে ঘটনার ওপর ভিত্তি করে মোশতাক আহমেদ ‘মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ’ নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেন। এটি ২০১৩ সালের মার্চ মাসে মুক্তি পায়। তাঁর পুরস্কারের ঝুলিতে এ পর্যন্ত রয়েছে ২০১৩ সালের কালি ও কলম সাহিত্য পুরস্কার, ২০১৪ সালের ছোটদের মেলা সাহিত্য পুরস্কার, ২০১৪ সালের কৃষ্ণকলি সাহিত্য পুরস্কার, ২০১৫ সালের সিটি আনন্দ আলো পুরস্কার এবং সর্বশেষ সংযুক্তি হিসেবে সায়েন্স ফিকশন বিষয়ে বিশেষ অবদান রাখার জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৭।
‘সেরা ৫ কিশোর উপন্যাস’ মোশতাক আহমেদ এর লেখা পাচটি কিশোর উপন্যাস একত্রিত করে প্রকাশিত একটি বই । আমাদের দেশের কিশোর সাহিত্যের বিস্তৃত পটভুমি তে মোশতাক আহমেদ অত্যান্ত পরিচিত নাম । তিনি তার অনুপম লেখনশৈলী আর বিষয়বস্তুর ব্যপকতায় ইতিমধ্যেই বাংলাদেশের কিশোর পাঠকদের মন কয় করে নিয়েছেন । মোশতাক আহমেদ এর জন্ম ৩০ ডিসেম্বর ১৯৭৫, জেলা ফরিদপুর । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে এম ফার্ম ডিগ্রি অর্জন করেছেন । পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলোজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি একজন চাকরিজীবী । তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে- সায়েন্স ফিকশন, ভৌতিক, গোয়েন্দা এবং অ্যাডভেঞ্চার , প্যারাসাইকোলজি , ভ্রমণ উপন্যাস, উপন্যাস, স্মৃতিকথা, মুক্তিযুদ্ধ ইত্যাদি এবং তিনি সকল ক্ষেত্রেই তার মেধা ও যোগ্যতা দেখিয়েছেন , যার স্বীকৃতি স্বরুপ তিনি কালিকলম সাহিত্য পুরষ্কার , ছোটদের মেলা সাহিত্য পুরষ্কার , কৃষ্ণকলি সাহিত্য পুরষ্কার সহ আরো অনেক পুরষ্কার পেয়েছেন । তার লেখা সেরা ৫ কিশোর উপন্যাস বইটি প্রথম প্রকাশিত হয়েছে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় পাঞ্জেরী পাবলিকেশন্স লিঃ প্রকাশনী থেকে এবং এর প্রচ্ছদ করেছেন মাসুদ রহমান । লেখক তার লেখা অন্যতম পাচটি সেরা কিশোর উপন্যাস এই বইটিতে প্রকাশ করেছেন , ববর ভ্রমন , বৃষ্টি ভেজা জোছনা , ডাইনোসরের ডিম , লাল শৈবাল ও মুক্তিযোদ্ধা রতন এই পাচটি উপন্যাস । প্রতইটি উপন্যাসই আলাদা আলাদা ভাবে পাঠক সমাজের মন কয় করেছে এবং এই জন্যই লেখক সবগুলো একত্রিত করে প্রকাশ করেছেন যা কিশোর পাঠকদের নিকট অসাধারন কিছু উপন্যাসের স্বাদ দিবে ।