যশোর জেলার মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম আঃ লতিফ সরদার, মা মরহুমা জাকিরা বেগম। আট ভাইবোনের মধ্যে তিনি পঞ্চম। পারিবারিক জীবনে তিনি জমজ দুই কন্যা সন্তান সামিয়া রহমান স্বর্ণ, ফারিয়া রহমান বর্ণ-এর জনক। স্ত্রী জেসমিন আরা বেবি, বিএপাশ, গৃহিণী।
শিক্ষাগত যোগ্যতা এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান), এমএড (শিক্ষা) গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে স্নাতকোত্তর ডিপ্লোমা রাজশাহী বিশ্ববিদ্যালয়। পেশা সহকারী অধ্যাপক, সম্মিলনী ডিগ্রি কলেজ, মদনপুর, মনিরামপুর, যশোর।
শৈশব থেকে অদ্যাবধি সাংস্কৃতিক নানা কর্মকা-ের সাথে জড়িত। কথাসাহিত্যিক, গবেষক ও কলামিস্ট হিসেবে লেখালেখি করেন। অসংখ্য জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্র এবং লিটলম্যাগ-এ নিয়মিত লিখছেন। তিনি ‘পড়শি’ (এ পর্যন্ত আটটি সংখ্যা প্রকাশিত হয়েছে) সাহিত্য পত্রিকার সম্পাদক।
তাঁর প্রকাশিত গ্রন্থসমূহÑযশোরের যশস্বী আবুল হুসেন। শিশুতোষ গ্রন্থ এধসব রিঃয ড়িৎফ (১ম ও ২য় খ-) মনীষীদের মজার কথা (১ম ও ২য় খ-), কিংবদন্তি মধূসূদন, বিবর্ণধারা (শিক্ষাবিষয়ক), বাউলকবি কানাই শাহ : জীবন ও গান, যশস্বী জনপদ: ঝিকরগাছা (ঝিকরগাছা উপজেলার উপর রচিত প্রথম ইতিহাস গ্রন্থ) ফ্যারা (রম্য রচনা), ‘শরৎ আকাশে প্রলয় মেঘ’ (স্মৃতিচারণমূলক), সিসটেক পাবলিকেশন্স লিমিটেড, ঢাকা। ‘রঙ্গ রসিকতায় রবীন্দ্রনাথ ও নজরুল’, ‘মনীষীদের রঙ্গ-রসিকতা’ কাকলি প্রকাশনী, ঢাকা। ‘মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস: যশোর’ তা¤্রলিপি প্রকাশনী, ঢাকা। ‘কবিতিকা’ প্রচলন প্রকাশনী, ঢাকা। ‘বাংলাদেশের লোকজ সংস্কৃতি : যশোর’ বাংলাএকাডেমি। ২০০৬ সালে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে শ্রেষ্ঠ পাঠক নির্বাচিত হন।
২০১১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘চিহ্ন’ লিটিল ম্যাগ মেলায় খুলনা বিভাগের শ্রেষ্ঠপত্রিকা (পড়শি) সম্মাননা পদক পান। সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০১২ সালে মনিরামপুর শিল্পীগোষ্ঠী সাহিত্য পদক লাভ করেন। ২০১৬ সালে ‘বাঁকড়ার আলো’ সাহিত্য পত্রিকার শ্রেষ্ঠ লেখক নির্বাচিত হন। ২০১৭ সালে সাহিত্যে বিশেষ অবদানের জন্য কপোতাক্ষ সাহিত্য পরিষদ সম্মাননা স্মারক। ২০২২ সালে প্রবন্ধ-সাহিত্যে বিশেষ অবদানের জন্য মহাকবি মাইকেল মধুসূদন দত্ত পদক প্রাপ্ত হন। তিনি গল্প, কবিতা, প্রবন্ধ এবং গবেষণাধর্মী লেখা লিখে চলেছেন।