"এ লড়াই অনিবার্য ছিল" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ একাত্তরের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ত্রিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত এ দেশ। রাজনৈতিক যুদ্ধের জয়ের মাধ্যমে গড়ে উঠেছে এই স্বাধীন দেশ। কিন্তু '৭৫ আমাদের এক নিষ্ঠুর ঝাঁকি দিয়ে শিখিয়ে দিয়ে গেছে এই স্বাধীন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, কখনই তা বন্ধ হয়নি। আমাদের আদর্শিক যুদ্ধ চলছে এখনও। আজকের যে মুক্তবুদ্ধির আমার মনে আশা জাগায় শুধু তরুণ প্রজন্মের যােদ্ধারা। এরা বিকৃত ইতিহাসের কলুষিত সেই অন্ধকার যুগ দেখেনি। না দেখা মুক্তিযুদ্ধকে এরা প্রাণ দিয়ে ভালবেসেছে। তারুণ্যের সততা আর আবেগ নিয়েই মুক্তিযুদ্ধকে জানতে চায়। তাই আজ তাদের কাছে বার বার বলি আমাদের পিতার কথা, মায়ের কথা, দেশের কথা, বঙ্গবন্ধুর কথা। ওদের আবেগ আমাদের অতীতের সব লাঞ্ছনার বেদনা মুছে দেয়। আজ তরুণদের মুক্তিযুদ্ধ নিয়ে ভাবনার স্বচ্ছতা ও আগ্রহ আমাকে উদ্দীপ্ত করে আরও বেশি করে মুক্তিযুদ্ধের কথা বলতে। ওদের জানিয়ে যাবাে দেশের কথা, মুক্তিযুদ্ধের কথা শহীদের কথা, বীরঙ্গনার কথা। বলে যাবাে বঙ্গবন্ধুর কথা, জয় বাংলার কথা। শুধু পরিসংখ্যান নয়, ইতিহাসের ঘটনাপঞ্জির পিছনের কান্নার কথা সেটাই জানাতে চাই তরুণ প্রজন্মকে। ওরা জানুক এই দেশ অনেক কষ্টে পাওয়া অনেক রক্তের দামে অর্জন করা। ওরা গর্বিত হােক, ওরা অহঙ্কারী হােক, মুক্তিযুদ্ধের যথার্থ পরিচয়ে ওরা মাথা উঁচু করে দাঁড়াক বিশ্বের দরবারে-ওদের প্রাপ্তিতেই নিহিত রয়েছে আমাদের সব হারানাের সার্থকতা।