ফ্ল্যাপে লিখা কথা রম্য রচনার কাজটি দুরুহ একটি কাজ। উপাদান গুরু অথচ তা দিয়ে লঘু পাক করবার মতো। অবস্থাটা সহজেই অনুমান করা যায়।আজকাল আমাদের সমাজে হাস্যরসের দৈন্যদশা বইছে। এ অবস্থার ফলে সমাজে বিরাজ করছে নৈরাজ্য। মানুষে মানুষে করছে হিংসা-বিদ্বেষ, হাঙ্গামা, ভাংচুর। কারণ মানুষের মনের জমিনের রসটুকু শুকিয়ে খরা পড়েছে। সে খরা পড়া জমিনের উর্ব্বর করা বাণী নিয়ে ‘মিস্টার লাইলি’ বইটির সৃষ্টি। এ গ্রন্থের বর্ণনাভঙ্গির প্রতিটি বিষয় মনে হবে সদ্যতম, তাজা, নিখুঁত, নিপুণ ও জলজ্যান্ত।সর্বজন ভোগ্য, বুদ্ধিদীপ্ত, ঝকঝকে এই সরসগ্রন্থ ‘মিস্টার লাইলি’ পাঠকপ্রিয় হবে বলেই আমাদের বিশ্বাস।
ভূমিকা প্রেম ভালোবাসা চিরন্তন। ভালবাসার স্বাদ আস্বাদনের প্রসাধন রাঙামন। নিরস মনেরও সরস প্রেমের পরশের হরষে প্রেমের প্রাণ প্রস্ফুটিত হয়। এ গ্রন্থের গাঁথুনিতে প্রেম ভালবাসার মাতুনিতে চলমান জীবনের সংগতি-অসংগতি, গতি-প্রকৃতির রূপ রেখা রূপায়িত হয়েছে। আজ এ দেশে মানুষে মানুষে হিংসা-বিদ্বেষ, জ্ঞানগর্ভে আত্বঅহংকারে মাতোয়ারা বেশ। কাঁদতে পরান, কাদা ছোঁড়া-ছুড়ি, হয় রোজ রোজ দেখি বুড়ি বুড়ি, দেখিনা প্রাণের মিলন মেলা, দেখিনা আনন্দ উচ্ছাসের খেলা, হারিয়ে গেছে যে মুখের হাসি ছিলনা যার জুড়ি। হাস্যরসের এ দৈন্যদশায় যদি কিছুটা খোরাক যোগায়, স্বার্থক হবে লেখা আমার ধন্য হবে সবাই। পণ্য হয়ে অন্য বহি আসবে আমার মেলায় । ভাল-মন্দ, দ্বিধা-দ্বন্দ্ব, না রেখে লাজ, বইটি পড়ে পাঠক সবাই মন্তব্য করুন আজ। আজিমুল হল আপেল