না পাবার বেদনা থেকেই ফরিদুল ইসলাম নির্জনের ‘ আজো খুঁজি তারে’ উপন্যাস চলছে অমর একুশে গ্রন্থমেলা। আসছে ছোট বড় সবার জন্য নতুন নতুন বই। নতুন বইয়ের ঘ্রাণ কে না নিতে চায়। তারই ধারাবাহিকতায় তরুণ লেখক ফরিদুল ইসলাম নির্জনের ভিন্ন ধারার রোমান্টিক উপন্যাস ‘আজো খুঁজি তারে’। বইটি প্রকাশ করেছে জাগৃতি প্রকাশনী । প্রচ্ছদ করেছেন আহমেদ ফারুক। প্রিয়জনকে পাবার যেমনি আনন্দ আছে। ঠিক তেমনি আছে না পাবার বেদনা। না পাবার বেদনা থেকেই হয়ত একটা সময় কাউকে খুজে বেড়ায়। প্রিয়জনের শূণ্যতা উপলব্ধি হয়। সেই উপলব্ধি থেকেই এক ভিন্ন ধারার রোমান্টিক উপন্যাস ‘ আজো খুঁজি তারে’ ।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই ইয়ারমেটের প্রেম কাহিনী নিয়ে উপন্যাসটি রচিত হয়েছে। উপন্যাসটি কখনো হাসাবে, কখনো রোমান্টিকতায় ডুবে যাওয়াবে আবার কখনো হয়ত চোখের জল চলে আসাতে বাধ্য করবে। একজন মানুষের জন্য অপেক্ষা করা যে কত কষ্টের তা সুন্দর ভাবেই উপস্থাপন করা হয়েছে বইটিতে। ঢাবির শিক্ষার্থীদের হল জীবন, ক্যাম্পাসে আড্ডাবাজি, প্রথম ঢাকা আসার স্মৃতি, ক্লাসের ধরন , উঠে এসেছে গ্রামের পটোভূমি সহ আরো অনেক কিছু। মধ্যেবৃত্ত এবং উচ্চবৃত্ত পরিবারের সন্তানদের ঢাবিতে চলাচলে চিত্র ফুটে তোলা হয়েছে এই উপন্যাসে। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ফাহিম ও তমা ।
ফরিদুল ইসলাম নির্জন জন্মান সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। জন্মমাস অক্টোবর, জন্মদিন দশ, সন উনিশত সাত্তাশি। হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর সরকারি বাঙলা কলেজ থেকে শেষ করে, আইসিএমবি তে সিএমএ কোর্সে অধ্যয়নরত। ছোট বেলা থেকেই বই পড়ার প্রতি তুমুল আগ্রহ। পড়তে পড়তে লেখার প্রতি ভালোবাসা জন্মে। সেই ভালোবাসা থেকেই নিয়মিত লিখতে থাকেন। দৈনিক পাতায় লেখা দেখার আনন্দ ছিল অন্যরকম। জাতীয় দৈনিকের পাশাপাশি দেশে-বিদেশে অনলাইনেও লিখছেন সরব। কখনো গল্প, কবিতা, ফিচার লিখে বেশ পরিচিত অর্জন করেছেন। রম্য গল্প লিখেও তিনি দেখিয়েছেন মুন্সিয়ানা। দৈনিক সমকাল, দৈনিক কালের কণ্ঠ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন,দৈনিক যুগান্তর, দৈনিক ইত্তেফাক এর ফান পাতাতে তারকাদের ইন্টারভিউ নিয়ে বেশ পরিচিত অর্জন করেন। তিনি লেখার মাধ্যমে মানুষের হৃদয়কে জাগিয়ে তোলেন। দৈনিক সমকালের পাঠক সংগঠন সমকাল সুহৃদ সমাবেশের সাংগঠনিক সম্পাদক থাকা অবস্থায় ২০১০ সালে সমকাল থেকে প্রথম লেখক সম্মানী পান। দৈনিক সমকাল এর পাঠক সংগঠন সমকাল সুহৃদ সমাবেশ বগুড়া জেলা সাংগঠনিক সম্পাদক থাকা অবস্থায় দেশের সেরা সংগঠন পুরস্কার-২০১১ তে পান। সমকাল সুহৃদ সমাবেশ থেকে দেশের সেরা সুহৃদ একাদশ (সৃজনে) ৫ম স্থান লাভ করেন। আত্মবিকাশ পাঠচক্র রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন। বাংলা একাডেমিতে সমকাল সুহৃদ সমাবেশ আয়োজিত 'তারুণ্যে রুখবে সহিংসতা' রচনা প্রতিযোগিতায় তয় স্থান লাভ করেন। বগুড়া সমকাল সুহৃদ সমাবেশ থেকে 'সুহৃদ বন্ধন ' সাহিত্য পত্রিকার সম্পাদক হিসেবে ছিলেন। তার আলোচিত উপন্যাস 'আশ্রয়' এর ভূমিকা লিখতে গিয়ে প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘আশ্রয় উপন্যাসের পটভূমি নারীর বেঁচে থাকার দুস্তর পথের অভিযাত্রা। গ্রামীণ পটভূমিতে রচিত হয়েছে এই উপন্যাস। অনেক বিষয় নিয়ে নির্জনের উপন্যাস সময়ের প্রতিনিধিত্ব করে।'