"আঁধারকন্যা" বইটিতে লেখা ফ্ল্যাপের কথা: বর্ণহীন কঠিন বাস্তবতা জীবনে মাধুর্য ছড়াতে পারে না। তাই কঠিন বাস্তবতার সঙ্গে থাকা চাই রঙিন ঝলমলে স্বপ্নময় কিছু কল্পনার মায়াজাল। তবেই জীবন হয়ে ওঠে মাধুর্যময়। এই ছােট ছােট গল্পগুলােতে আছে কল্পনা আর বাস্তবের এক অপূর্ব সমারােহ। গল্পগুলাের কোনটা কল্পনার আকাশে ফানুস হয়ে উড়ছে। তাই ঝলমলে রঙিন আনন্দে মন ভরিয়ে দেবে সেই গল্প। আবার, কোনাে গল্প দাঁড় করিয়ে দেবে বাস্তবের কঠিন আবর্তের মাঝখানে। কোনাে গল্প হয়তাে পাঠককে নিয়ে যাবে স্বপ্নের সুদূর দিগন্তে। আবার কোনােটা হয়তাে পাষাণের মতাে স্তব্ধ করে দেবে পাঠককে। আমাদের জাতীয় জীবনে সবচেয়ে স্মরণীয় ঘটনা ভয়াবহ সেই মুক্তিযুদ্ধের তাণ্ডবে কত রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের নারী, পুরুষ এবং শিশুরা। ‘কাঁসর ঘণ্টা’ আর ‘স্বর্ণরেণু' তেমনি দু’টি মুক্তিযুদ্ধের গল্প। ‘অভিমান’, ‘অনন্ত প্রত্যাশা, ‘বেদনাঘন উৎসব’ কোমল, নরম, স্পর্শকাতর আবেগের গল্প। ‘আঁধারকন্যা’, ‘জলমানব’, আর ‘পানুষ’-এ বাস্তবতা আর কল্পনার অপূর্ব এক সহাবস্থান ঘটেছে। ‘বুবুয়ার সুবাস’, প্রকৃতির ভালােবাসার এক চমৎকার গল্প। বাস্তবতা, কল্পনা আর আবেগ মিশ্রিত এই গল্পগুলাে পড়লে মন ভরে উঠবে অপূর্ব ভালােলাগায়, এক মাধুর্যময় আবেগে।
জন্ম ১ সেপ্টেম্বর ১৯৫৮, ঢাকা। বাবা অধ্যাপক আবুদার রশীদ সাহিত্যিক, ছড়াকার এবং অনুবাদক। অনুবাদ সাহিত্যে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। পড়ালেখা করেছেন বদরুন্নেসা মহিলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। বাবার মৃত্যুর পর বাবাকে মনে পড়ে' শিরােনামে দৈনিক সংবাদে প্রথম লেখা প্রকাশিত হয় ২০০৬ সালের। ডিসেম্বরে। এরপর ‘বালিকার চোখে মুক্তিযুদ্ধ’, ‘আনন্দের এই ঝরণাধারা’, ‘ভূটান ভ্রমণ’, ‘বি’, ‘আঁধার কন্যা, ‘যুদ্ধ’ ইত্যাদি দৈনিক সংবাদে প্রকাশিত হয়। এ ছাড়াও ‘পানুষ’ দৈনিক ইত্তেফাকে এবং ‘পেত্নীর ছানা দৈনিক সমকালে প্রকাশিত হয়। পরে বনফুলের হাতছানি, দিগন্তের ওপারে, লক্ষ্মী ছেলে, অন্যরকম মা, স্বর্ণরেণ. অসীম আকাশ, ভিনগ্রহের অভিযাত্রী নামে সাতটি গল্প ঈদসংখ্যা অন্যদিন-এ (২০১২-১৮) প্রকাশিত হয়। প্রথম গ্রন্থ ‘মেঘলার সােনালি দিন’ প্রকাশিত হয় ২০১১ সালের একুশে বইমেলায়। এরপর বনফুলের হাতছানি (২০১২), দিগন্তের ওপারে (২০১৩), বন্ধুর বিজয় (২০১৪), মেঘের আড়াল থেকে (২০১৫), অন্যরকম মা (২০১৬), আঁধার কন্যা (২০১৭), রহস্যময় মেঘ। (২০১৮) গ্রন্থগুলাে একুশে বইমেলায় প্রকাশিত হয়। গ্রন্থসমূহের প্রকাশক অন্যপ্রকাশ। এটি এই লেখকের নবম প্রয়াস।