এটি পৃথিবীর এমন একটি অরণ্য, যে অরণ্যের গহিনতা এবং বন্যতার তুলনা নেই! এখানে রয়েছে এমন কিছু হিংস্র প্রজাতি যেগুলাে অন্য কোনাে বনাঞ্চলে দেখা যায় না। আছে পদে পদে চোরাবালির ভয়, ভূমিধসের আশঙ্কা, অগ্ন্যুৎপাতের আতঙ্ক! আছে সবচেয়ে বিষধর সাপ ‘হিরােইন কোবরা' মানুষখেকো গাছ ‘সুপার হেল ট্রি’ আর দ্রুততম শ্বাপদ ‘মিসাইল লিওপার্ড’! এই অরণ্যের খবর কখনাে কোনাে গণমাধ্যমে প্রচারিত হয়নি, কোনােদিন কোনাে গবেষণাপত্রে দেখা যায়নি। মূলত এটার খবর জানেন না কোনাে সংবাদকর্মী, জানেন না কোনাে গবেষক। তবে এই বনের যে কেবল ভয়াল রূপই আছে, তা নয়। এই অরণ্যেই আছে নয়নাভিরাম জলপ্রপাত, স্বচ্ছ পানির প্রবাহ, ছােটো ছােটো মনােরম টিলা! অরণ্যের নামটিও বেশ সুন্দর, ‘ক্রিস্টাল ফরেস্ট'। বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী চারটি দেশ তাদের দুর্ধর্ষ কমান্ডাে দলের প্রশিক্ষণের জন্য এই বিচিত্র ভূমিকে রেখেছে সবার অলক্ষ্যে। “ক্রিস্টাল ফরেস্ট’ আয়তনে খুব বড়াে নয় বলেই হয়ত তাকে এভাবে আড়ালে রাখা সম্ভব। হয়েছে। এখানে কমান্ডাে দলের যে-সব সদস্য প্রশিক্ষণ নেয়, তারা ব্যবহার করে সর্বাধুনিক প্রযুক্তির অস্ত্র । আজকেও এখানে যৌথ বাহিনীর মহড়া হবে। চারটি দেশের কমান্ডােরা দুটি দলে ভাগ হয়ে মহড়ায় অংশ নেবে। এখানে প্রতিপক্ষ শুধু অন্য দলের সৈন্য নয়। পায়ের নীচের মাটি থেকে শুরু করে মাথার উপরে যে গাছ ছায়া দিচ্ছে, সেগুলাে সবই যে-কোনাে সময়ে হয়ে উঠতে পারে কুৎসিত শত্রু! তাই সতর্ক থাকতে হয় প্রতি পদক্ষেপে । প্রত্যেকটি মহড়ায় প্রাণ হারানাে খুবই নিয়মিত ব্যাপার মৃত্যুকে আলিঙ্গন করে কমান্ডাে সদস্যরা এতে অংশ নেয়। কিন্তু কারাে ভাগ্যে জোটে সহজ মৃত্যু, কারাে ভাগ্যে জোটে যন্ত্রণাদায়ক মৃত্যু। গভীর রাত আকাশ তারায় ঠাসা বনের গহিনতা যেন বেড়ে গেছে। কয়েকগুণ ক্রিস্টাল ফরেস্ট’-এর মধ্যখানে দাঁড়িয়ে এই মহড়ার অধিনায়ক।
সাহিত্যের প্রতি আসিফ মেহ্দীর ঝোঁক ছাত্রজীবন থেকেই। দেশসেরা দুই ফান ম্যাগাজিন ‘উন্মাদ’ ও ‘রস+আলো’তে লেখার সুবাদে রম্যলেখক হিসেবে পরিচিতি পেয়েছিলেন আগেই। সেই সূত্রে প্রথম বইটাও রম্যগল্পের। ‘বেতাল রম্য’ নামের সেই বইয়েই আসিফ মেহ্দী লাভ করেন তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা। এরপর একে একে প্রকাশিত তাঁর প্রতিটি বই শুধু পাঠকপ্রিয়তাই লাভ করেনি, উঠে এসেছে বেস্ট সেলার বইয়ের তালিকায়। সাম্প্রতিক সময়ে লিখছেন দেশসেরা কিশোর ম্যাগাজিন ‘কিশোর আলো’তে। ব্যঙ্গ আর হাসির সঙ্গে গভীর জীবনবোধের প্রতিফলন ঘটিয়েই আসিফ মেহ্দী এ সময়ের জনপ্রিয় লেখকদের কাতারে নিজের অবস্থানটা বেশ পাকাপোক্ত করে ফেলেছেন।
এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষাতেই ঢাকা বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে স্ট্যান্ড করেছেন আসিফ মেহ্দী। বুয়েট-এ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। ৩৩তম বিসিএস পরীক্ষায় নিজ ক্যাডারে ১ম স্থান অধিকার করে বর্তমানে বাংলাদেশ বেতারের গবেষণা ও গ্রহণ কেন্দ্রে সহকারী বেতার প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সহধর্মিনী মৌবীণা জ্যাকলিন বারি পেশায় ডাক্তার।