লাল সবুজের পতাকা উড়ছে দ্যাখো আকাশে স্বাধীনতার বিজয় গাথা গাইছে যেন বাতাসে। বাঙালির স্বাধীনতা, পতাকার ইতিহাস গৌরবের। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এবং লক্ষ লক্ষ মানুষের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশ। বাংলাদেশ আমাদের প্রাণের দেশ। এই দেশের মাঠ ঘাট প্রাণ প্রকৃতি আলো বাতাসে আমাদের বেড়ে ওঠা। সবুজ শ্যামল প্রকৃতির মাঝে আমাদের হাসি কান্না সুখ দুখ মিলে যায়। মোল্লা জামানের ছড়ায় এই দেশের রঙ রূপ উদ্ভাসিত হয়ে ওঠে আপন বৈভবে। ‘আমাদের দেশটা’ ছড়ায় দেখা মেলে এ রূপের বর্ণনা- আমাদের দেশটা সাজানো যে বেশটা ফুল আর ফসলে সারা মাঠ দখলে। দেখে ছবি মনে হয় যেন পটে আঁকা রয়। খাল-বিল, নদী জলে কত শত নাও চলে। আটচল্লিশ পৃষ্ঠার এ বইটিতে বিয়াল্লিশটি ছড়া সূচিবদ্ধ করা হয়েছে। বাংলা আমার ভালোবাসা, নববর্ষের কামনা, বাংলাদেশ, খোকার ঈদ, বর্ষা এ ছড়াগুলো নানা আনুষ্ঠানিকতাকে নিয়ে লেখা হয়েছে। এ ছড়ার বইটি উৎসর্গ করা হয়েছে কবি বন্দে আলী মিয়াকে। গড ফাদার, বিশ^ মোড়ল, জঙ্গি এ ছড়াগুলো এ বইয়ের ব্যতিক্রম ছড়া। সমসাময়িক বিষয় নিয়ে এ ছড়াগুলো লেখা হয়েছে। রাজনীতি ও মানুষের নানা বৈচিত্র্য তুলে ধরেছেন এ ছড়াগুলোতে। ছড়ার যে বহুমুখি ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে তার এক জ¦লন্ত উদাহরণ ‘লাল সবুজের পতাকা’। পাঠকপ্রিয় হতে যা যা দরকার তার সব আয়োজন আছে এ বইটিতে।
পূর্ণ নাম : মো. কামরুজ্জামান পিতা : মরহুম জহির উদ্দীন মোল্লা মাতা : মরহুমা কারিমা খাতুন জš§ : ৩১ অক্টোবর ১৯৫৯ স্থায়ী ঠিকানা : গ্রাম ও ডাকঘর-বৈলসিংহ উপজেলা : বাগমারা, জেলা : রাজশাহী শিক্ষা : রাজশাহী সিটি কলেজ থেকে ১৯৭৯ সালে এইচএসসি, রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে ১৯৮১ সালে বিএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৮১-৮৩ সেশনে উদ্ভিদবিদ্যায় এমএসসি শেষ বর্ষ পর্যন্ত অধ্যয়ন করেন। সরকারি চাকরিতে যোগদানের কারণে চ‚ড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করা হয়নি। ১৯৮৫ সালে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড এবং ২০০০ সালে রাজশাহী কলেজ থেকে প্রাইভেট পরীক্ষা দিয়ে ইসলামিক স্টাডিজে এমএ পাস করেন। পেশা : বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের অধীনে নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন। সর্বশেষ বাণিজ্যিক অডিট অধিদপ্তর, আঞ্চলিক কার্যালয়, রাজশাহীতে দায়িত্বে থাকাকালীন অবসর গ্রহণ করেন। লেখালেখি : ছাত্রজীবন থেকেই তিনি লেখালেখি চর্চা করেন। বিভিন্ন পত্রপত্রিকায় তার অনেক ছড়া, কবিতা, ছোটগল্প, রম্য রচনা প্রকাশিত হয়েছে। ছোটদের জন্য গল্প, কবিতা লিখতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তার প্রকাশিত বই: ছড়াগ্রন্থ ‘লাল সবুজের পতাকা’, গল্পগ্রন্থ ‘রাজার হুকুম’ এবং কাব্যগ্রন্থ ‘জীবন ছোঁয়া’ (যৌথ), অনুকাব্য ‘আপ্তবাক্য’।