“একটি শোক সংবাদ" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ প্রযুক্তির ক্রমান্বয় উন্নতির ফলে সময় এখন যেন দৌড়ায়। আমরা এখন নিঃশ্বাস নিই ছােট। করে। শামুকের খােলসের ভেতরে বসে। তাকিয়ে দেখি বিশ্ব। সম্পর্কে চির ধরেছে। বিশ্ব। এখন একটি গ্রাম কিন্তু আত্মযােগাযােগের। বিচ্ছিন্নতা বেড়েছে। এমনি সময়ে, মনিব। সভ্যতার উন্নতির স্বর্ণযুগে বসে তৃতীয় বিশ্বের বাসিন্দা আমরা। মধ্যবিত্ত, নিম্নবিত্তের সংজ্ঞার কার্যকারিতা হারিয়েছে। মুখে দর্পণের যুগে আমরা নিজেদের নগ্ন দেখে দৌড়াই, অারাে নগ্ন। হই। এমনি আমাদের ক্যাপিটালিস্ট সমাজের পরিবর্তমান সময় এক । যেখানে পরিবর্তনের ধারা ধোয়াশাচ্ছন্ন, বড় গােলমেলে। চতুর্দিকে। জটিলতা বেড়েছে বহুগুণ। এমনি এক অস্বস্তিকর সময় ও সমাজ আপন আলােয় ছেকে। নিয়ে গল্প লেখেন তরুণ এ-কথাশিল্পী। তার। গল্পের আখ্যান বর্ণনার বিভিন্নতা, গদ্যশৈলীর নিরুপদ্রব প্রকরণ সহজেই পাঠককে মনােযােগী করে তােলে। বিচিত্র বিষয় নিয়ে তার লেখার পরিধিও বিস্তৃত। মনােজগতের অভিজ্ঞান, ব্যক্তিক মন-বেদনা, আজ-কাল-পরশুর নানাবিধ। চঞ্চলতা তার আখ্যান বর্ণনার ধারা নতুন মাত্রার। দাবিদার। আঙ্গিক প্রকরণ নিয়ে নিরীক্ষা প্রবণতা। এ কথাশিল্পীর বড় বৈশিষ্ট্য। এভাবে দেশ-কাল-মানুষের সমস্তকে নিয়ে তিনি তৈরি। করে চলেছেন এইসব জীবন ও যাপনের আখ্যান।
সাব্বির জাদিদের জন্ম কুষ্টিয়ায়। প্রাথমিক শিক্ষা সমাপনের পর মায়ের ইচ্ছায় ভর্তি হন মাদরাসায়। পড়েছেন হিফজ বিভাগে। দাওরার পাশাপাশি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেছেন অনার্স মাস্টার্স। কৈশোর থেকেই লেখালেখির নেশা। লেখেন প্রধানত গল্প-উপন্যাস। বর্তমানে ঢাকার একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।