"কাটার মাস্টার মুস্তাফিজ" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ কাটার মাস্টার মুস্তাফিজ গ্রন্থটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি অনন্য সংযােজন। একজন তরুণ ক্রিকেটার কীভাবে বিশ্বব্যাপী বাঘের গর্জনে প্রকম্পিত করলেন তার প্রামাণ্য গ্রন্থ এটি। বাংলাদেশের তৃণমূলে ছড়িয়ে রয়েছে অসংখ্য ক্রিকেট প্রতিভা। এসব প্রতিভাবান খেলােয়াড়দের কাছে মুস্তাফিজ এক অন্তহীন প্রেরণার নাম। বিশ্বের সেরা ক্রিকেট কোচ, সংগঠক খেলােয়াড়দের কাছে মুস্তাফিজ এক বিস্ময়কর রহস্য মানব। মুস্তাফিজের কাটারে কুপােকাত হয়েছেন বিশ্বের সেরা ব্যাটসম্যানেরা। সারাদেশের লক্ষ লক্ষ কিশাের-কিশােরীর অবাধ্য ক্রিকেটার মুস্তাফিজুর রহমান্য। তারা বেড়ে উঠা, সংগ্রাম সাফল্য ইনজুরি নিয়ে বিশদ ব্যাখ্যা পাওয়া যাবে এ গ্রন্থে। বাংলাদেশের শীর্ষস্থানীয় ক্রিকেট কোচদের মূল্যায়ন ও মুস্তাফিজের ভাবনা প্রাঞ্জল ভাষায় চিত্রিত হয়েছে। ক্রিকেট ভক্তদের কাছে মুস্তাফিজকে নিয়ে প্রত্যাশা-প্রাপ্তির গবেষণা চলতেই থাকবে। তার অর্জন-সাফল্য বাংলাদেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সাতক্ষীরার একটি গ্রামের ছেলে কীভাবে বিশ্ব ক্রিকেটে যুবরাজের মর্যাদা পেলেন, কীভাবে হলেন জাতীয় বীর, কাটার মাস্টার, রহস্যমানব তার উত্তর পাওয়া যাবে গ্রন্থটিতে।
ড. শামীমুজ্জামান বিএ (অনার্স) বাংলা এমএ (জাহাঙ্গীরনগর) পিএইচডি (জাহাঙ্গীরনগর প্রভাষক, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) সাভার, ঢাকা-১৩৪৯ এবং প্রধান পরীক্ষক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা ।