"আউটসোর্সিং ইন্টারনেটে ঘরে বসে টাকা আয়ের সহজ উপায়" বইয়ের ফ্যাপের লেখা: হাজারাে বাধা-বিঘ্নের মধ্যেও বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে। অগ্রসর হচ্ছে লক্ষ্যাভিমুখে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে, অমিত সম্ভাবনার এ দেশকে এগিয়ে নিচ্ছেন আজকের তরুণরাই। তারা নেতৃত্বে দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, ধানখেত থেকে মহাকাশে। নিজের স্বাবলম্বিতা পক্ষান্তরে দেশেরই অগ্রগতির সূচক। দেশে এবং বিদেশে কতােভাবেই-না তরুগ্রা প্রতিভার বর্ণালি রঙ ছড়াচ্ছেন, মাধুরী মেশাচ্ছেন। এসময়ের উজ্জ্বল অনেক তরুণকেই আমি জানি। কারাে কারাে সাথে ব্যক্তিগত সখ্যতাও আছে। এঁরা সুদূরের পিয়াসী, ছুটে চলছেন ঝাণ্ডা হাতে, আলােকপানে। এমনই একজন উদ্যমী তরুণ শিশির আহমেদ রুবেল। বহু গুণে গুণান্বিত রুবেল বইয়ের প্রচ্ছদ করেন নিলয় হাসান ছদ্মনামে, টি-শার্টের ক্যানভাসে ফুটিয়ে তােলেন সুষমামণ্ডিত বােধ ও শিল্পসৌকর্য, ক্যামেরা হাতে অনুসন্ধান করেন রূপসী বাংলার ‘অদেখা' রূপ। এর বাইরেও তার বড় এবং পেশাগত পরিচয়—একটি সৃজনশীল প্রকাশনার বইয়ের কারিগর। রুবেলের হাত দিয়েই অসংখ্য বইয়ের অঙ্গবিন্যাস, সুশােভন উপস্থাপনা। সুখের কথা হচ্ছে, রুবেল এবার নিজেই লিখে ফেলেছেন আস্ত একটি বই! ‘ডিজিটাল বাংলাদেশ আক্ষরিক অর্থেই ডিজিটাল হয়ে উঠেছে। তথ্যপ্রযুক্তির ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। এর অসংখ্য নজিরের একটি আউটসাের্সিং তথা ইন্টারনেটে টাকা আয়ে অসংখ্য মানুষের অন্তর্ভুক্তি ও সাফল্য। বেকারত্ব লাঘবে যা বড় ভূমিকা রাখছে। ঐতিহ্যগতভাবেই বাংলাদেশের মানুষ কর্মঠ। ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক তরুণ আউটসাের্সিং করতে পারছেন না। তারা জানেন না, কীভাবে এটি করতে হয়, নিয়মকানুনই বা কী? পরিবারের সুখ-সাচ্ছন্দ্যের পথ অনুসন্ধানী, স্বপ্নবাজ সেই উদ্যমী তরুণদের সহায়ক হবে শিশির আহমেদ রুবেল-এর ‘আউটসাের্সিং : ইন্টারনেটে ঘরে বসে টাকা আয়ের সহজ উপায়। বইটি বিশ্বস্ত সঙ্গী হবে স্বাপ্নিক তারুণ্যের পথযাত্রার। শফিক হাসান লেখক ও সাংবাদিক