“ধ্যান ও মনের শক্তি" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ ধ্যান ও মেডিটেশন নিরাময় করে মনের ও দেহের সকল অসুবিধা। মেডিসিন মূলত নিরাময় করে দৈহিক অসুবিধাসমূহ। আর মেডিটেশন শুধু দেহ মনকে প্রশান্ত করে নতুন শক্তিতেই উজ্জীবিত করে না, মেডিটেশন এর পথ ধরেই ব্যক্তি চেতনা যুক্ত হয় মহাচেতনার সাথে। মানুষ তখন আর নিজেকে বিচ্ছিন্ন কোনাে সত্তা বলে ভাবে না, বরং ভাবে মহাপ্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে। তাই তার কোনাে সমস্যাও নিজের সমস্যা থাকে না, হয়ে পড়ে মহাপ্রকৃতির সমস্যা। আর তার সমাধানও করে মহাচেতনা। তাই দেখা যায় স্বাভাবিক প্রক্রিয়ায় যা অসম্ভব মনে হয়, মেডিটেশন করে সহজেই তার সমাধান পাওয়া যায় এবং অনেক অসম্ভবই হয়ে ওঠে সম্ভব। তবে আপনার সমস্যার সমাধান কতােটুকু পাবেন তা নির্ভর করবে আপনার ধ্যানমগ্নতা বা মেডিটেশন লেভেল এর গভীরতার উপরে। মন ও অবচেতন মন সব সময়ই আমাদেরকে পরিচালিত করে মনের অজান্তে। আমরা যা ভাবি ও করি তার নির্দেশনা আসে মূলত মনের গভীর থেকে। আর অবচেতন মনের রয়েছে দূর্দান্ত শক্তি। যে শক্তিকে কাজে লাগিয়ে আপনি হতে পারবেন সেরাদের চেয়ে সেরা একজন। ধ্যান ও মনের শক্তি বইটি সকল পাঠকের জন্য একটি মনােগত গুণগত ও বাস্তবজীবন সম্পর্কিত উন্নত চিন্তার ফসল। যা আপনার চলার পথকে করবে সুগম। বইটি হােক আপনার আগামীর পথ চলার পাথেয় আর পাঠকের ভালােলাগাই হবে আমার সাফল্য ও আনন্দ।