রূপচানের আশ্চর্য কান্না বইয়ের ফ্লাপে লেখা কথা সম্পর্কের লাবণ্য ও অন্ধকারে সাঁতরে ফেরে সে, নিত্যদিন। ঘুরপাক খায়। স্বপ্নতাড়িত ও লড়াকু এই মানুষটি লাঙ্গলের ফলা টেনে আর মৌসুমী বৃষ্... See more
TK. 150 TK. 129 You Save TK. 21 (14%)
কমিয়ে দেখুন
বাংলাদেশে এই প্রথম "অনলাইন বাণিজ্য মেলা" ১ লক্ষাধিক পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! সাথে BOGO, 100+ Bundle, ফ্রি শিপিং সহ আকর্ষনীয় সব অফার!
বাংলাদেশে এই প্রথম "অনলাইন বাণিজ্য মেলা" ১ লক্ষাধিক পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! সাথে BOGO, 100+ Bundle, ফ্রি শিপিং সহ আকর্ষনীয় সব অফার!
রূপচানের আশ্চর্য কান্না বইয়ের ফ্লাপে লেখা কথা সম্পর্কের লাবণ্য ও অন্ধকারে সাঁতরে ফেরে সে, নিত্যদিন। ঘুরপাক খায়। স্বপ্নতাড়িত ও লড়াকু এই মানুষটি লাঙ্গলের ফলা টেনে আর মৌসুমী বৃষ্টির ভেতর ফসল ও আউশ ধানের খড় আগলে রাখে। সে কখনো রবীন্দ্রনাথ পড়েনি, কিংবা জীবনানন্দ। জীবনের চরম দুঃসময়েও সে কারো কাছে অভিযোগ করেনি, এতটুকু করুণা প্রার্থনাও নয়। দারিদ্র, স্ত্রী-বিয়োগের বেদনা, বিরামহীন উদ্বেগ, আত্মীয়ের সম্পর্কত্যাগ-সবই সে বহন করে যায় নিঃশব্দে এবং একা। এই রূপচান মণ্ডল ওরফে রূপু একদিন অনুভব করে, জীবন থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু একটা খায়ো গেছে। তার; এমনকিছু, যা না-থাকলে জীবন অর্থহীন, অকেজো ও মূল্যহীন হয়ে পড়ে। কী সেই হারোনো বস্তু? যৌনশক্তি। ভীষণরকম অবাক হয় রূপু। ভড়কে যায়। গাছপালা-ঘেরা গ্রামের বাড়ির উঠোনে হেমন্তের শেষরাতেও সে মৃদু ঘেমে ওঠে। অদৃশ্য এক ইন্দ্রিয়ের থাকা-না-থাকার অলৌকিক দহন তাকে আচ্ছন্ন করে রাখে, আশ্চর্য বেদনায়। আপাত নিস্তরঙ্গ ও ছাপোষা রূপুর মগজে ঢুকে পড়ে ভাবুক মানুষের প্রতিচ্ছবি। এমন চিন্তাও সামনে এসে দাঁড়ায়, সে তো নপুংসক নয়; আবার দ্বিতীয় স্ত্রীকে পরিতৃপ্ত করতে পারবে না। বাকি জীবন কীভাবে পার করবে সে? রূপুর ধূসর জীবনের মধ্য দিয়ে উঁকি দেয় উত্তরবঙ্গের গ্রামীণ জনপদের নিখুঁত চিত্র, যেখানে নানা শ্রেণি পেশার মানুষ মিলেমিশে দিন্যাপন করে। সুখেদুঃখে পাশে দাঁড়ায়। হাসে। কাঁদে। নানামুখি সংকট ও অসুখে জীবন পার করে। এই উপন্যাস সেসব মানুষেরই দিনযাপনের রেখাচিত্র।
মাসউদ আহমাদের জন্ম ৫ জুন ১৯৮৫, রাজশাহীর পুঠিয়ায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর। লেখালেখির চেষ্টা অনেকদিনের। গল্প দিয়ে শুরু। ছোটগল্পই লেখার চেষ্টা করেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রায় সব দৈনিকের সাহিত্য সাময়িকীতে গল্প বেরিয়েছে। ১৭ ফেব্রুয়ারি ২০১৭-তে কলকাতার ‘দেশ’পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর ‘পাণ্ডুলিপি করে আয়োজন’নামের গল্প; পরে আরো একটি গল্প ‘দূর পৃথিবীর গন্ধে’, ১৭ নভেম্বর ২০২০-এ। দেশ শারদীয় সংখ্যা ১৪২৮-এ প্রকাশিত হয়েছে গল্প ‘জনৈক কবির স্মরণসভা’। সম্প্রতি দেশ পত্রিকায় শুরু হয়েছে তাঁর দীর্ঘ ধারাবাহিক উপন্যাস ‘কাঞ্চনফুলের কবি’। জীবনানন্দ দাশের জীবন ও সময় অবলম্বনে লেখা উপন্যাসটি ইতোমধ্যে দুই বাংলায় সাড়া ফেলেছে। তিনি গল্পবিষয়ক লিটল ম্যগাজিন ‘গল্পপত্র’ সম্পাদনা করেন। দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন; সর্বশেষ কর্মস্থল দৈনিক কালের কণ্ঠের সম্পাদকীয় বিভাগ। বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।