গোলাম মুরশিদ অধ্যয়ন ও গবেষণা করেছেন নানা বিষয়ে এবং দেশে-বিদেশে। কর্ম-জীবন এবং অবসর-জীবনও অতিবাহিত করেছেন কখনো স্বদেশে, কখনো বিদেশে। এভাবে তাঁর জীবনে তিনি বিভিন্নজনের সান্নিধ্যে এসেছেন, যাঁরা কোনো না কোনোভাবে যুক্ত মননশীলতার সঙ্গে এবং যাঁরা অনেকেই সুপরিচিত আপন-আপন ক্ষেত্রে। এঁদের অনেকেই শিক্ষাবিদ। কেউ সাহিত্যিক, কেউ ঐতিহাসিক, কেউ বা সমাজসেবী। এঁদের মধ্যে অন্তত তিনজন অবাঙালি-যাঁরা বাংলা ভাষা শেখেন এই ভাষা এবং এই দেশের প্রতি আকৃষ্ট হয়ে। অতঃপর এঁরা বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা করেন, এই ভাষা ও সাহিত্যের অধ্যাপনা-সূত্রে বঙ্গ ও বাঙালির কথা প্রচার করেন বৃহত্তর ক্ষেত্রে এবং বঙ্গীয় ইতিহাস নিয়ে গবেষণা করেন। বিদেশী হলেও তাঁদের গবেষণা এবং অধ্যাপনা বাংলা ভাষা, সাহিত্য এবং ইতিহাস সম্পর্কে বাঙালিদের অন্তর্দৃষ্টিকে শাণিত এবং জ্ঞানের সীমানাকে প্রসারিত করতে সহায়তা করেছে। এককালে বাঙালিদের দুর্নাম ছিলো ঘরকুনো বলে। এখন বাঙালিরা ছড়িয়ে পড়েছেন পৃথিবীর নানা প্রান্তে। এই বইয়ের জীবন-নকশাগুলো সেই আন্তর্জাতিক বাঙালি সমাজকে দৃশ্যগোচর করায়। সেই সঙ্গে এই বই থেকে দেখা যায় বহু বিখ্যাত ব্যক্তির মুখচ্ছবি।
বাংলাদেশের গবেষণামূলক বই লেখকদের ক্ষেত্রে অন্যতম নাম ‘গোলাম মুরশিদ’। ভাষা ও সাহিত্য নিয়ে তাঁর জানাশোনার পরিসর অত্যন্ত বিস্তৃত এবং এক্ষেত্রে তাঁর অভিজ্ঞতাও উল্লেখযোগ্য। বছরের পর বছর ধরে তিনি ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণা গ্রন্থ রচনা করে গেছেন, তাঁর ‘হাজার বছরের বাঙালি সংস্কৃতি’ বইটিতে বাঙালি সংস্কৃতি বলতে আমরা যা বুঝে থাকি এবং যা আমাদের জানার গণ্ডির বাইরে, তার সবটাকেই এক মলাটে বাঁধাই করতে পেরেছেন তিনি। ১৯৪০ সালে বরিশালে জন্ম নেন এই গবেষক ও লেখক। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কর্মজীবনে বেশ বৈচিত্র্য দেখা যায়; গবেষণার ছাড়াও বেতার সাংবাদিকতা ও শিক্ষকতার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ১৯৮৪ সাল থেকে লন্ডনে বসবাস করছেন। গবেষণার মাধ্যমে অতীতকে আবিষ্কারের নেশা তাঁর প্রবল। গোলাম মুরশিদ এর বই সমগ্র পড়লে বাংলা সাহিত্যের কিছু লেখকের সমৃদ্ধ জীবনকাহিনীও জানতে পারা যায়। কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখা তাঁর ‘বিদ্রোহী রণক্লান্ত’ কিংবা মাইকেল মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে লেখা ‘আশার ছলনে ভুলি’ বইগুলো এর অন্যতম উদাহরণ। নারীপ্রগতি নিয়েও তাঁর একটি বই রয়েছে- ‘রাসসুন্দরী থেকে রোকেয়া’। সময়ের পরিক্রমায় বিভিন্ন বিষয়কে একটি বিশ্লেষণাত্মক ও গবেষণামূলক ইতিহাসখণ্ডে রূপ দিতে সিদ্ধহস্ত লেখক গোলাম মুরশিদ। গোলাম মুরশিদ এর বই সমূহ শুধু যে ভাষা ও সাহিত্যের মধ্যেই সীমাবদ্ধ, তা নয়। মুক্তিযুদ্ধ ও ইতিহাস নিয়েও তাঁর ব্যাপক আগ্রহ রয়েছে এবং সে আগ্রহের ফসল হিসেবে বাংলাভাষী পাঠকসমাজ পেয়েছে ‘মুক্তিযুদ্ধ ও তারপর একটি নির্দলীয় ইতিহাস’। এ বইয়ে ১৯৭৫ সাল পর্যন্ত সময় পরিক্রমার একটি বস্তুনিষ্ঠ ছবি তুলে ধরবার চেষ্টা করেছেন লেখক।