"মনীষার মুখরেখা" বইয়ের ফ্ল্যাপের কথা: বাংলা ভাষার কয়েকজন অগ্রগণ্য সাহিত্যিকের জীবন ও কর্মের ভিন্নতর মূল্যায়ন সংকলিত হয়েছে পিয়াস মজিদের এই গদ্যগ্রন্থে। নিছক প্রথাগত বৃত্তাবদ্ধ প্রাতিষ্ঠানিক বিবেচনার কন্ডুয়ন নয়, বরং এখানে গ্রন্থিত প্রবন্ধগুচ্ছ নবতর ভাবনার বিস্তারে-প্রকারে উজ্জ্বল ও ঋদ্ধ। বর্তমানের প্রেক্ষিতে কবি সমর সেন, কথাশিল্পী প্রতিভা বসু ও শামসুদ্দীন আবুল কালামকে ফিরে দেখতে গিয়ে লেখক যেমন ভিন্নতাবাহী দৃষ্টিভঙ্গির পরিচয় দেন-তেমনি আবদুশ শাকুর, রফিক আজাদ এবং উৎপলকুমার বসুর প্রয়াণ-পরবর্তী শােকালেখ্য রচনা করতে গিয়ে প্রচলিত গণ্ডিতে আটকে না থেকে তাদের সাহিত্য-সাধনা ও ব্যক্তিত্বের ব্যঞ্জনার পরিচয় তুলে ধরেন অনায়াসে। চিন্তাবিদ-প্রাবন্ধিক বােরহানউদ্দীন খান জাহাঙ্গীর ও সিরাজুল ইসলাম চৌধুরীর রচনার প্রয়ােজনীয়তা ও সমাজ-সমষ্টির ওপর তাদের ভাবনার অভিঘাত-এই বিষয়ে চমৎকার বিশ্লেষণ রয়েছে তাদের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রচিত রচনাদ্বয়ে। আবার কথাশিল্পী সেলিনা হােসেন ও ইতিহাসবিদ মুনতাসীর মামুনের রচনাসমূহকে তিনি আবিষ্কার করতে চেয়েছেন অনুসন্ধিৎসু পাঠকের চোখ দিয়ে । অপরদিকে গ্রন্থের দ্বিতীয়ভাগে জাহানারা ইমাম, সৈয়দ শামসুল হক, আনিসুজ্জামান, মুর্তজা বশীর, আবদুল মান্নান সৈয়দ প্রমুখ গুণীজনের আত্মজীবনী ও স্মৃতিকথামূলক। রচনা সম্পর্কে আলােচনা করতে গিয়ে লেখক শুধুই আলােচ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেননি। বরং যখন যে বই নিয়ে আলাপ করছেন সেটির লেখকের সমকালীন প্রেক্ষাপট-পরিস্থিতির পরিচয় প্রদান ও তার ব্যক্তিপ্রতিভার ব্যাখ্যাতেও উদ্যোগী হয়েছেন। সাদামাটা বই আলােচনা হয়ে তাই এই অংশের রচনাগুলাে পৃথক। আলােকসম্পাতী প্রবন্ধের রূপ পরিগ্রহণ করেছে। মনীষার মুখরেখা তাই বাংলাভাষী মনীষীদের ছকভাঙা ভাবনাকোণ থেকে দেখবার ক্ষেত্রে এক দারুণ দৃষ্টান্ত।
জন্ম : ২১ ডিসেম্বর, ১৯৮৪, শিক্ষাগত যোগ্যতা : স্নাতক সম্মান ও স্নাতকোত্তর (ইতিহাস বিভাগ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পেশা : জনসংযোগ কর্মকর্তা, বাংলা একাডেমি পুরস্কার : এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার ২০১২, কলকাতার আদম লিটল ম্যাগাজিন প্রদত্ত তরুণ কবি সম্মাননা ২০১৬, সিটি-আনন্দ আলো পুরস্কার ২০১৬, শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার ২০১৬, দাঁড়াবার জায়গা সাহিত্য পুরস্কার ২০১৭, কলকাতা। অন্যান্য কর্মকা- : তার ছোটগল্প অবলম্বনে আশুতোষ সুজন নির্মাণ করেছেন টেলিছবি নগর ঢাকায় জনৈক জীবনানন্দ। ২০১৫তে আমন্ত্রিত হয়ে অংশ নিয়েছেন চীনে অনুষ্ঠিত চীন- দক্ষিণ এশিয়া- দক্ষিণ পূর্ব এশিয়া লেখক সম্মেলনে।