"মোগল শাহজাদীদের কান্না" বইটির সম্পর্কে কিছু কথা: ১৮৫৭ সালে সংঘটিত সিপাহি বিদ্রোহ দমনের পর বৃটিশ কর্তৃপক্ষের প্রচণ্ড আক্রোশের কবলে পড়ে মােগল রাজবংশ । দিল্লিকে বিদ্রোহীদের হাত থেকে উদ্ধার করার পর তাদের প্রধান কাজ ছিল মােগল বংশের সাথে কোনােভাবে জড়িত সকল নারীপুরুষকে খুঁজে বের করে নির্মূল করা । যারা দিল্লি ত্যাগ করতে সক্ষম হয়েছিলেন পথিমধ্যে তাদের অনেকে আক্রান্ত ও লুষ্ঠিত হন । বৃটিশের আনুকুল্য লাভের আশায় তাদেরকে আশ্রয় দেয়ার নামে ধরিয়ে দেন। পরিস্থিতির করুণ শিকারে পরিণত হয়েছিলেন মােগল ও রাজরক্তের অধিকারী মুসলিম নারীরা, যারা অপরের করুণার পাত্রীতে পরিণত হয়ে নানাভাবে অপমানিত, অত্যাচারিত, নিপীড়িত হয়েছেন। যারা একসময় মােগলদের অনুগ্রহের ছায়ায় থাকত তারা পর্যন্ত মুখ ফিরিয়ে নেয় ইংরেজের রােষানলে পড়ার ভয়ে। এসব ঘটনাকে কেন্দ্র করে অনেক গ্রন্থ রচিত হয়েছে। কিন্তু সিপাহি বিদ্রোহের পর অভিজাত নারীদের দুর্দশা ও ভাগ্য বিপর্যয় নিয়ে দিল্লিতে জন্মগ্রহণকারী উর্দু সাহিত্যিক, ইতিহাসবিদ ও সাংবাদিক খাজা হাসান নিজামী যে আবেগময় ভাষায় ‘বেগমাত কি আঁসু’ বা ‘টিয়ারস অফ নােবল ওম্যান' রচনা করেছেন, এমন আর দ্বিতীয় কোনাে গ্রন্থ নেই। হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়ার বংশধর খাজা হাসান নিজামী ১৮৭৯ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৫৫ সালে দেহত্যাগ করেন ।