“সিফাতুর রাসূল (সা.)” -বইয়ের কিছু কথাসংক্ষিপ্ত আলোচনা: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন সর্বোত্তম মানুষ।জীবনের সকল অঙ্গনে তিনি ছিলেন সর্বোত্তম। ওনার চরিত্রের বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, “এবং নিঃসন্দেহে আপনি উত্তম চরিত্রের অধিকারী।”-সূরা কলম,আয়াত-৪ উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা রা. কে কেউ প্রশ্ন করল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্র কেমন ছিল? তখন তিনি উত্তর দিয়েছিলেন, “তার চরিত্র ছিল আল কুরআন।”-(আল হাদিস।) হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উত্তম চরিত্র বুঝাতে এই হাদিসটা উত্তম এক দলিল। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শেই আমাদের সকলকে আদর্শবান হতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে মুমিনদের লক্ষ্য করে বলেছেন, “নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।”-সূরা আহযাব,আয়াত ২১ এই আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সকল মুমিনদের জন্য উত্তম আদর্শ বলে ঘোষনা করেছেন। এবং “রাসুল তোমাদের যা দেন তা গ্রহন কর।”-সূরা হাশর,আয়াত-২১(আংশিক)। এই আয়াতের মধ্যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সর্বক্ষেত্রে অনুসরনের কথা বলেছেন। তাই জীবনের সর্বক্ষেত্রেই আমাদের রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুসরন করতে হবে। তার আগে আমাদেরকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ সম্পর্কে জানতে হবে। ইমাম তাহতাভী রহ. তার রচিত সিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বইয়ে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিফাতসমূহ অতি সংক্ষেপে তুলে ধরেছেন,যা প্রত্যেকটি মানুষের জন্য জানা দরকার। বইটিতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতসমুহ দলিলসহ তুলে ধরা হয়েছে। যা পরে একজন লোক সহজেই নববী আদর্শে জীবন পরিচালনার পাথেয় সংগ্রহ করতে পারে। বইটির খুবই ভালো একটি দিক: লেখক খুব পারঙ্গমতার সাথে ইজতিহাদি বিষয়সমূহ বাদ দিয়ে নবী জীবনের স্বাভাবিক বিষয়সমূহ উপস্থাপন করেছেন। ফলে কারো পক্ষে বইটি পড়তে অসুবিধার কিছু নেই। নিজস্ব মতামত: বইটি যদিও সংক্ষিপ্ত,কিন্তু বিষয়বস্তু বিস্তারিত। যা সত্যিই অসাধারন। সংক্ষেপে নবী চরিত জানতে এটি একটি আদর্শ বই। [রিভিউ লেখক: মোহাম্মদ আল ওমর]