একটি নাম হতে পারে একটি পরিচয় হতে পারে একটি ঠিকানা হতে পারে ধ্র“বতারার মতো বাংলা-বাঙালি-বাংলাদেশি স্বরাজ হতে পারে বঙ্গবন্ধু নামে স্বজাতি-স্বদেশের পরিচিত সরফরাজ বায়ান্ন চুয়ান্ন আটান্ন ছেষট্টি ঊনসত্তর অবধি গনিমতে গণ্য হয়ে বিশ্ব মানবতার মুক্তিদূত ইমামুল মুহসেনীন মওলানা ভাসানী আসসালামু আলাইকুমে উদ্বোধন করলেন একাত্তরের হালখাতা তারপর বাংলার বাতিঘরের হাতে দিলেন খামোশের অমিয়বাণী।
পুরন্দরের ম্লেচ্ছরা একদিন বাঙাল থেকে বাঙালি হয়ে পড়ল জাতের খেতা পুড়িয়ে মশালচি খোকা হলেন গর্বিত বাংলাদেশি হলেন জাতির মুক্তির প্রতীক মানচিত্র হলেন রক্তস্নাত পতাকা লাখো শহিদের রক্তাম্বর পেরিয়ে উদিত হলো নবারুণ স্বাধীনতা সে কথা জানে সুন্দরবন-সুনামগঞ্জ জানে টেকনাফ-তেঁতুলিয়া কাজলদীঘির দিনবাজার জানে মুজিব ইন্দিরা উচ্চ বিদ্যালয় আমি জানি তুমিও জানো স্বদেশই স্বজনের সত্যিকার-পরিচয়।
অবশেষে বঙ্গের বঙ্গাল বাঙালি বানিয়ে বাংলাদেশি করে নিল শ্রেষ্ঠানুক্রমে নমস্য হলেন রবীন্দ্র-নজরুল-ফররুখ-জীবনানন্দ বাঙালি লালন-হাছনের দোতারায় বাজে বাংলার শাশ্বত ছন্দ তিতুমীর প্রীতিলতা খুদিরাম বাঙালির মুক্তিপাগল মহাপ্রাণ হাজার কবি বাউলের কণ্ঠে শুনি নিত্যনতুন জীবনের আহ্বান স্বাধীনতার বিশ্ব-প্রতীক বঙ্গবন্ধু বাঙালি বাংলাদেশি জীবনগাথা হাজার বছরের ইতিহাস খুঁজে পেয়েছি একাত্তরের হালখাতা।