"রোহিঙ্গা গণহত্যা ইস্যু" বইটির 'লেখকের কথা' অংশ থেকে নেয়াঃ সুন্দর এই পৃথিবী যুগে যুগে কালে কালে রূপময় হয়ে উঠেছে। এই পৃথিবীতে প্রতিটি মানুষ একবারই আসে, বসবাসে বা ভালবাসে। মানব জীবন এমন কোন ঠুনকো কাগজের ভেলা নয় যে, জলে ভিজে নষ্ট হয়ে যাবে অথবা খেলনার এমন কোন বস্তু নয় যে খেলা শেষে ভেঙ্গে ফেললে নিঃশেষ হয়ে যাবে। মানব জীবন চিরস্থায়ী-এহকাল পরকাল কেয়ামত হাশর মিজান জান্নাত জাহান্নাম আরও পরকালের অশেষ জীবনে মহাযাত্রা প্রবাহের মেলা। কোন মানুষ মরলে আর পৃথিবীতে ফির আসে না। হয় না নাটক সিনেমার মত জীবনের পুনরাবৃত্তি। যে যেভাবেই মৃত্যুর কোলে ঢােলে পড়ুক না কেন মৃত্যু সে তাে মৃত্যুই চিরবিদায়'। যে যে ধর্মের বা জাতের হােক না কেন সৃষ্টিকর্তার কাছে হিসাব দিতেই হবে। খােদার বিচারে কোন অনুকম্পা নেই। রাসূল (সাঃ) বলেছেন-দুনিয়া হলাে আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়াতে যে যেমন কর্ম করবে আখিরাতে সে তেমনি বিচার পাবে। মানুষ হয়ে মানুষকে খুন নির্যাতন করার মত জঘন্য পাপ আর নাই। তাই যারা মানুষ খুন ধর্ষন নারী-শিশু নির্যাতন করে তাদের বিচার কি হবে তা বলার অপেক্ষা রাখে না। আজ যে বিশ্বে বিভৎস বিভেসিকা ঘটছে তার সমাধান কোথায়। কেন বিবেকবান মানুষগুলাে বিবেক ছাড়া কাজ করছে। প্রতিটি মানুষের জীবনই এক বা একই প্রকারের। এখানে ধনী গরীব রাজা বাদশা আমির ফকিরে কোন পার্থক্য নেই। তাই হত্যা বা গণহত্যা নয়, নয় ধর্ষন, নির্যাতন জুলুম নিপিরন নিষ্কাশন নির্বাসন। পাপে পাপী পাপের সাজা অবশ্যই ভােগ করবে। তা রাষ্ট্রীয়ভাবে কুরআন সন্নাহ মােতাবেক। কোন উসকানি বা প্রতিহিংসার বসিভূত হয়ে নয়। যা সকলের কাছে স্বীকৃতি পাবার যােগ্য। আমরা সবাই সুবিচারকে সমর্থন করি।