"আসলে মানুষের জীবন একটা বিশাল অন্ধকার কুঠুরি ছাঁড়া আর কিছুই নয়। যেখানে সে নিজেই নিজের চেহারা বা নিজের অস্তিত্বকে চিনতে পারে না। অথবা এমন একটা অন্ধকার কুঠোর; যেখানে সে নিজেকে নিজেই দেখে চমকে উঠে। নিজেকে নিজেই সে বিশ্বাস করতে পারে না।” কখনো বা মনে হয় যে মানুষের জীবনটা একটা ছোট্ট নক্ষত্র ছাঁড়া আর কিছুই নয়। যে কোনদিন তার বিশাল আকাশের কোন খবর জানে না। জানতে পারে না। তা কেবল তার কাছে অজানাই থেকে যায়। সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহ-নক্ষত্রের মত সমগ্র পৃথিবীকে যদিও তার বিচরণ ভূমিতে পরিণত করা হয়, তবুও সে কোনদিন তার ভাগ্যের একটা শব্দও জানতে বা বুঝতে পারে না। যদি কোন খাদ্যে বিষ থাকে, আর মানুষ যদি কোন ভাবে তা জানতে বা বুঝতে পারে তাহলে সে কোনদিন তার ধারে কাছেও যাবে না। শুধু মানুষ কেন, আশা করি কোন প্রাণীকূল তার নিকটস্থ হবে না। আর সেখানে মানুষ হলো "আশ্রাফুল মাখলুকাত” অর্থাৎ “সৃষ্টির শ্রেষ্ঠ জীব।” সে কি করে তার কাছে যাবার মত এত বড় ভুল করবে? আশা করি কোন পাগলও তা নিজের অজান্তেও করবে না। আর সেখানে সুষ্ট বিবেক, বুদ্ধি আর জ্ঞান সম্পন্ন মানুষ তো আরো না। তবে এটা সত্য যে- অতি জ্ঞান সম্পন্ন মানুষও কখনো মহা ভুল করে বসে। আর সেই ভুলের মাশুল তাকে সারাটা জীবন দিয়ে যেতে হয়।