"লালন রহস্যভেদ সমগ্র" বইটির সম্পর্কে কিছু কথা: ভাব ও ভাষার অনন্য বৈচিত্রপূর্ণ লোককথা সমৃদ্ধ বাংলার লোকশিল্প ।। বাংলার লােকশিল্পে কাণ্ডয়া কোন মহাগ্রন্থ না থাকলেও, মহাত্মা লালন সাইজি শ্বরবিতানের গীতিকাব্যমুলক রূপক ব্যাখ্যা চর্চায় অমর হয়েছেন।। তিনি অবতার, তার সৃষ্টিকর্ম ঐশিবাণী; যা দেশকালের গণ্ডি পেরিয়ে বিশ্বজনীন, সর্বজনীন। তাকে নিয়ে যেমন অন্তহীন গবেষণা, তেমনই মাতামাতিও সীমাহীন। তিনি এখন বহুজাতিক কোম্পানিরও বাণিজ্যিক হাতিয়ার। লালনপন্থী দাবিদাররাও লালন বা করে লালনধর্ম সম্প্রদায়ভুক্ত। লালনকে নিয়ে যেমন একদিকে কল্পকাহিনীর ছড়াছড়ি। অন্যদিকে তেমনই তার নামে বাণী সৃষ্টি এবং তা প্রচার-প্রকাশ করার। প্রতিযােগিতাও চোখে পড়ার মতো। এমতাবস্থায় মহাধীমান বলন কাইজি 'লালন রহস্যভেদ সমগ' লিখে সবাইকে লালন মর্মার্থ অনুধাবন করার পথ সহ -সুগম করেছেন। তিনি যেমন; লালন পরিচয় ব্যাখ্যা করেছেন, তেমনই; কান ঐশিবাণীর অভিধানও প্রণয়ন করেছেন। তিনি অত্র গ্রন্থে অতীব প্ৰাঞ্জল ভাষায় লালন সাঁইজির নির্মিত প্রায় প্রতিটি রুপক পরিভাষা ও দেহতাত্ত্বিক প্রবচনমূলক বাক্যের আত্মতাত্তিক ব্যাখ্যা করেছেন। যার ফলে; লালন বাঙালী জীবনাচরণে অপরিহার্য রূপে আবির্ভূত হয়ে বাঙালী সংস্কৃতি-সত্যতা অধিকতর সমৃদ্ধ করেছে। এছাড়াও ; কাইজি গ্রন্থটির শেষদিকে অতীতের সর্ব শ্রেণির লালন। সংকলকদের সংকলনজনিত ভুলত্রুটি নির্দেশপূর্বক শুদ্ধিপত্র সংযােজন করে নকল লালন হতেও মানুষকে সঠিক পথ দেখিয়েছেন।। .........আশীৰ কাঁইজি
একবিংশ শতাব্দির বিশিষ্ট সংস্কারক ও আধ্যাত্মিক গবেষক বলন কাঁইজি, বেদ ত্রিপিটক তৌরাত যাবুর ইঞ্জিল কুরান ও লালন ইত্যাদি গ্রন্থ গবেষণা করে, দেখতে পান যে, সব গ্রন্থের মূলশিক্ষা এক ও অভিন্ন। তিনি আরাে লক্ষ্য করেন যে, বিশ্বের সব মহাগ্রন্থ মানব দেহের দৈবিকাদি ও সংখ্যা সূত্রাদি ব্যবহার করেই নির্মাণ করা হয়েছে। রূপক আকারে নির্মিত গ্রন্থ গ্রন্থিকা সবই আধ্যাত্মিক-তত্ত্ব, দেহতত্ত্ব ও আত্মতত্ত্ব ভিত্তিক। তাঁর গবেষণাকৃত পাণ্ডুলিপি-গুলাের মধ্যে জ্ঞান পিপাসু শিষ্যগণের উদ্যোগে বলনতত্ত্বাবলি, আধ্যাত্মিকবিদ্যা পরিচিতি, আত্মতত্ত্ব ভেদ (১ম ও ৩য় খণ্ড), পরম্পরাতত্ত্ব ভেদ (১ম, ২য় ও ৩য় খণ্ড), পবিত্র লালন, (লালন) আধ্যাত্মিক অভিধান ও (লালন ভাবার্থের) আধ্যাত্মিক অভিধান ইত্যাদি গ্রন্থ প্রকাশিত হয়েছে। গবেষণার পাশাপাশি বাংলাভাষায় আধ্যাত্মিক বিদ্যার ভিত্তি (বেজমেন্ট ওফ স্পিরিচুয়েলিজম, basement of Spiritualism) নির্মাণের লক্ষ্যে আধ্যাত্মিক সূত্রাবলি, আধ্যাত্মিক টীকাসমগ্র আধ্যাত্মিক বিজ্ঞান ও প্রয়ােজনীয় আধ্যাত্মিক অভিধানাদি প্রণয়নের জন্য, তিনি এককভাবে প্রচেষ্টা করে যাচ্ছেন।