"স্বপ্ন দেখি সুন্দর পৃথিবীর" বইয়ের সংক্ষিপ্ত কথা” সালাম ও স্বাগত শ্রদ্ধেয় লেখিকা আফরােজা হাসানকে, যিনি লেখালেখির জগতে তাঁর নিপুণ হাতের ছোঁয়ায় ইসলামী মূল্যবােধের ভিত্তিতে একটি আদর্শিক পুস্তিকা “স্বপ্ন দেখি সুন্দর পৃথিবীর’ পাঠককুলকে উপহার দেওয়ার জন্য। বইটি সম্পাদনা করতে গিয়ে তাঁর মেধা ও মননের আন্তরিক অন্তর্নিহিত তাৎপর্যের প্রশংসা না করে পারছি না। একজন মানুষ তার যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে, সংসারজীবনে পরিবারের প্রতিটি সদস্যকে কিভাবে ইসলামের উদ্ভাসিত পবিত্র আলােয় আলােকিত করা যায়, তার সুনিপুণ দিকনির্দেশনা দিয়েছেন তিনি। বইটিতে তিনি উপলব্ধি করতে-নিজেকে জানা যায়, অন্যকে বােঝা যায় । রাগ-ক্ষোভ, হিংসা-বিদ্বেষ, লােভ-লালসা, অহংকার-অহমিকা মন থেকে ঝেড়ে ফেলে আবালবৃদ্ধবনিতা প্রত্যেকের মাঝে কিভাবে দ্বীনি আদর্শের বীজ বপন করা যায়, তা সম্ভাব্য যৌক্তিকতার আলােকে তিনি উপলব্ধি করতে অনুপ্রাণিত করেছেন। সন্তানদের আলােকিত মানুষ বানানাের পেছনে। মা-বাবার ভূমিকা কী, কে কিভাবে এবং কতটুকু দায়িত্ব পালন করবেন একান্ত সহনশীলতার মধ্য দিয়ে। সহজ-সরল বর্ণনার মাধ্যমে তিনি তা সুন্দরভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। ধৈর্য ও সহানুভূতিশীলতার মাধ্যমে কিভাবে নিজেকে জানতে হয়, অন্যকে বুঝতে হয়, আধুনিকতা ও অত্যাধুনিকতার ডামাডােলের মধ্যে ইসলামের আলােকে নিজেকে কিভাবে চারিত্রিক গুণসম্পন্ন ব্যক্তিত্বে পরিণত করে সমাজে প্রতিষ্ঠিত করা যায়, পূর্ণাঙ্গরূপে ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়ে পুরাে সমাজে তার দ্যুতি ছড়িয়ে দেওয়া যায়, তার যৌক্তিক নির্দেশনা যথার্থভাবে ফুটিয়ে তুলেছেন তার এই পুস্তিকায়। লেখিকা আফরােজা হাসান এত সুন্দরভাবে বইটির গাঁথুনিশৈলী সাজিয়েছেন, মনােযােগের সহিত একবার কেউ বইটি পড়া শুরু করলে শেষ না করা পর্যন্ত তার পাঠ্যক্ষুধা মিটবে না, তৃপ্ত হবে না মন। তাই বলব, যেকোনাে পাঠকই এই বইটি পাঠ করলে। ইসলামী জীবনব্যবস্থার পাশাপাশি আধুনিকতার ছোঁয়ায় আদর্শ জীবন গড়তে অনেকটা স্বচ্ছ দিকনির্দেশনা পাবেন ইনশাআল্লাহ।