"প্রিয়বারতা" বইয়ের ফ্ল্যাপের লেখা: সিঁথির রুমে ঢুকলে শিউলি ফুলের সুবাসের মতাে। অদ্ভুত, অপার্থিব এক ধরনের সুবাস পাওয়া যায় । সুবাসটা পান কেবলমাত্র তার মা সেলিনা বেগম। এই অদ্ভুত সুবাসের উৎস কী? কেননা তিনি এই সুবাস পান? কন্যাকল্যাণপ্রাণা এই রমণীকে প্রচ্ছন্ন একটা শঙ্কাও তাড়া করে। তিনি শঙ্কিত থাকেন এই ভেবে যে সিঁথি একদিন পালিয়ে যাবে কিংবা তাকে নিয়ে কেউ পালিয়ে যাবে। তিনি দুঃস্বপ্ন দেখেন অদ্ভুত, বিদঘুটে দুঃস্বপ্ন। সিঁথির বাবা ইসমাইল হােসেন একজন নিপাট ভালাে মানুষ। পিতৃমাতৃহীন পথশিশুদের জন্যে তিনি একটি আশ্রয়কেন্দ্র তৈরি করেছেন । আশ্রয়কেন্দ্রের নাম দিয়েছেন, নীড়। নীড়ের শিশুদের পড়ায় পিয়াল। ইসমাইল হােসেন মনে মনে এই পিয়াল ছেলেটার সাথে সিঁথির বিয়ে দিতে চান। এদিকে সিঁথি তার ভালােবাসার মানুষকে পাওয়ার জন্য মরিয়া। সে কি সত্যি এমন কোন পরিস্থিতিতে পড়বে যা তাকে দুর্নিবার গতিতে বাড়ির বাইরে টেনে নিয়ে যাবে? আত্মসুখের আশায় বাবা-মায়ের চিরন্তন ভালােবাসাকে উপেক্ষা করে, তাদেরকে কষ্টের সাগরে ভাসিয়ে সে কি সত্যি সত্যি একদিন কারাে হাত ধরে পালিয়ে যাবে? তার মা সেলিনা বেগমের শঙ্কা, দুঃস্বপ্নই কি শেষে সত্যি হবে?