"আমি কেবল মানুষ হব" অত্যন্ত সাহসি স্পষ্টবাদী তরুণ কবি সিরাজিয়া পারভেজ এর কিশোর কবিতার বই। চিত্রশিল্পী মোমিন উদ্দীন খালেদ এর চমৎকার ইলাস্ট্রেশনে বইটি প্রকাশ করেছে প্রতিভা প্রকাশ। দেশ, মা, স্বপ্ন, মানবতা, এরকম ভিন্ন ভিন্ন আঙ্গিকে ১৪ টি লেখা নিয়ে বইটিকে সাজানো হয়েছে। সিরাজিয়া পারভেজ এর লেখার চিন্তাশৈলী ও পরিপক্কতা দু একটা লেখার উদৃতি দিলেই বোঝা যাবে। তিনি এ বইয়ের মানবতাবাদী কবিতায় লিখেছেন - কিশোর ছেলে প্রশ্ন করেন মা'কে - স্রষ্টা বেশি বাসেন ভালো কাকে? উদার - মধ্য - রক্ষনশীল থেকে, মন জুড়ে তার আছেন বেশি কে? কে? মা হেসে কন -অন্ত হতে আদি সবার থেকে প্রিয় যে তার - মানবতাবাদী। কবি "মায়ের কাছে খোকার চিঠি" কবিতার শেষের প্যারায় লিখেছেন - ভাল্লাগে না কোন কিছুই, মন খুবই একরোখা, তাই গরমের ছুটি পেলে, পড়ালেখা সবই ফেলে, তোমার কাছে আসছি আমি - ইতি, তোমার খোকা। এছাড়াও, "মানুষের মত মানুষ হও" কবিতায় কিশোর মনকে দারুন ভাবে আন্দোলিত করেছেন। : পড়ালেখা ছুটি আজ, এসো করি গল্প - কার মনে সুপ্ত কী সাধ সংকল্প, পড়া-লেখা শিখে কার কী হওয়ার ইচ্ছা? তোমাদের থেকে আজ শুনি সেই কিচ্ছা। . . অর্থের মোহে হবে কলুষিত চিত্ত! পড়ালেখা শিখে তবে হবে দুর্বৃত্ত? লক্ষ্যটা ঠিক করো মানুষের জন্য শিক্ষিত মানুষ হও, নয় লোভী বন্য। .............. আমি কেবল মানুষ হবো, কবিতার বইটি সব বয়সের পাঠাকের ভালো লাগবে বলে আমার ধারনা। তরুণ প্রতিভাবান কবি সিরাজিয়া পারভেজ, খুব দক্ষতার সাথেই লিখছেন দির্ঘদিন। তার লেখা আরও গতিশীল হোক এই প্রত্যাশায়।