"একটি উজ্জ্বল অধ্যায়: ডায়রিয়া প্রতিরোধে ব্র্যাক" বইয়ের ফ্যাপের লেখা: গত শতকের আশির দশকে প্রাণঘাতী ব্যাধি ডায়রিয়ার বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করে এদেশে একটি বড় বিজয় অর্জিত হয়েছিল। সেই বিজয় এসেছিল ব্র্যাকের ডায়রিয়া প্রতিষেধক কর্মসূচির (ওটেপ) মাধ্যমে। ঐ সময় ডায়রিয়া ছিল একটি মারাত্মক শিশুঘাতী রােগ। বিশেষত পাচ বছরের কমবয়সী শিশুরাই অধিকহারে এই রােগে মৃত্যুর শিকার হতাে। ব্র্যাক সেদিন ডায়রিয়া প্রতিরােধে বাংলাদেশের বাড়ি বাড়ি গিয়ে অন্তত একজন নারীকে লবণগুড়ের স্যালাইন বানানাে শিখিয়ে দিয়েছিল। বেসরকারি উদ্যোগে দেশের প্রায় প্রতিটি পরিবারকে স্পর্শ করে এ ধরনের কোনাে কর্মসূচি এর আগে বাস্তবায়িত হয়নি। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের অভিযান পরিচালনার ঘটনাও দ্বিতীয়বার ঘটেনি। বর্তমান গ্রন্থে ডায়রিয়া ব্যাধির বিরুদ্ধে এই অভিযান এবং জয়লাভের কাহিনি আদ্যোপান্ত বর্ণিত হয়েছে। এই বইয়ের লেখক সুখেন্দ্র কুমার সরকার শিক্ষকতা পেশা দিয়ে জীবন শুরু করে একজন মাঠকর্মী হিসেবে ব্র্যাকে যােগ দিয়েছিলেন। ওটেপ কর্মসূচির শুরু থেকে শেষ পর্যন্ত এর পরিচালনার সঙ্গে তিনি ওতপ্রােতভাবে জড়িয়ে ছিলেন। তিনি ধারাবাহিকভাবে ব্র্যাকের লবণগুড়ের স্যালাইন কর্মসূচির কার্যপদ্ধতি, চ্যালেঞ্জ এবং সাফল্যগুলাে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। ডায়রিয়ার বিরুদ্ধে আমাদের লড়াইয়ের ইতিহাসে যথাযথ আলোকসম্পাত করে তিনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার এই পরিশ্রমসাধ্য কাজটি সময়ের দলিল হয়ে থাকবে।