“আমরা সবাই প্রোগ্রামার ১ম খন্ড" বইটির ভূমিকা থেকে নেয়াঃ কোন না কোনভাবে আমাদের প্রায় সবারই ধারনা প্রােগ্রামিং অনেক কঠিন একটা ব্যাপার। যেন তেন ব্রিলিয়ান্ট ছাড়া প্রােগ্রামিং করা সম্ভব না। আর তাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার কথাটা শুনলেই চোখ কপালে উঠে যায়। আমি প্রথমত এই ভুল ধারনাটা ভেঙ্গে ফেলতে চেয়েছি। প্রােগ্রামিং যে বিরাট কঠিন কিছু না এবং হাইস্কুল লেভেলের ছেলেমেয়েরাও প্রােগ্রামিং শুরু করতে পারে, আমি চেষ্টা করেছি সেটাই প্রমান করতে। হাইস্কুলের ছেলেমেয়েরা যদি অংক কষতে পারে তাহলে প্রােগ্রামিংও করতে পারবে অবশ্যই। চেষ্টা করেছি বিষয়টা প্রমান করতে। এবং প্রােগ্রামিং যে বিরাট কঠিন কিছু না, অন্য পেশার যে কোন মানুষ যে অন্ততন্যুনতম ইংরেজী জানে এবং একটু আকটু কম্পিউটার ব্যবহার করতে পারে, তারাও প্রােগ্রামিং করতে পারবে অবশ্যই। আরেকটা ব্যাপার। সেটা ক্যারিয়ার নিয়ে। CSE তে পড়েও অনেককে জবের জন্য হন্যে হয়ে বেড়াতে হয়। শুধু স্কীলের অভাবে। একারণে আমি চেয়েছি আমাদের ছেলেমেয়েরা হাইস্কুলেই প্রােগ্রামিং এর জগতটাতে ঢুকে পড়ক। এখন যদি খুব বেশি নাও পারে তবুও আমার মতে ছেলেমেয়েরা ছােটবেলাতেই যদি জগতটাতে অন্তত ঢুকে পড়তে পারে তাহলে ভবিষ্যৎ জীবনে তাদের জব নিয়ে অন্তত দুশ্চিন্তায় পড়তে হবে না। নিজের ক্যারিয়ারটা নিজেই গড়ে নিতে পারবে।