সংগীতের জগতে বাঙালির একটি স্মরণীয় অবদান—সঙ্গীতবিজ্ঞান-প্রবেশিকা। প্রায় চার দশক ধরে প্রকাশিত—বাংলা ভাষায় সব থেকে দীর্ঘস্থায়ী—সংগীতপত্রিকা। শুরু করেন রাধিকাপ্রসাদ গোস্বামী। সম্পাদনা করেন—গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, কালিদাস নাগ, দিনেন্দ্রনাথ ঠাকুর, গিরিজাশঙ্কর চক্রবর্তী, বীরেন্দ্রকিশোর রায় চৌধুরী এরকম—বিভিন্ন সময়ে বিভিন্ন জন। এর সঙ্গে জড়িয়ে ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আলাউদ্দিন খাঁর মতো মনীষীরাও। মনে হয় সংগীতের এমন কোনো বিষয় ছিল না যা, এখানে আলোচিত হয়নি। তাছাড়া দেশবিদেশের সংগীতসংবাদ, গানের স্বরলিপি, বাদ্যযন্ত্রের গত, তালবাদ্যের বোলপরণ, সংগীতসামগ্রীর বিজ্ঞাপন, সংগীতদুনিয়ার ছবি—কত কী। সব মিলিয়ে পত্রিকাটি— ভারতীয় সংগীতের একটি খনি। কিন্তু অনেক কিছুর মতো এই কীর্তিটির কথাও বাঙালি বিস্মৃত। আর সেই বিস্মৃতির আড়াল সরিয়ে—এখন সম্পূর্ণ দুষ্প্রাপ্য-পত্রিকাটি থেকে রবীন্দ্রনাথের যাবতীয় প্রসঙ্গ সংকলিত হল বর্তমান গ্রন্থখণ্ডে। যে সংকলন থেকে বোঝা যাবে রবীন্দ্রচর্চায় পত্রিকাটির গুরুত্ব, রবীন্দ্রনাথের গান নিয়ে বাঙালির চিন্তাভাবনা। এবং—রবীন্দ্রশতবর্ষের আগেই—রবীন্দ্রনাথ ও রবীন্দ্রসংগীত কী করে বাঙালির সংস্কৃতি হয়ে উঠেছিল সেটাও। তবে ভূমিকায়—সেই সব আলোচনায় যাওয়ার আগে—রইল সঙ্গীতবিজ্ঞান-প্রবেশিকা পর্যন্ত বাংলা সংগীতপত্রিকার ইতিবৃত্ত। অবশ্যই, পত্রপত্রিকা থেকে সংগৃহীত রঙিন ও সাদাকালো চিত্রসহ।
Title
সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা রবীন্দ্র প্রসঙ্গ (ভলিউম ১)