স্কুলের প্রাইমারী গণ্ডী পার হয়েই উপন্যাস পড়া শুরু। তখন পাঠ্যবইয়ের মলাট খুলে উপন্যাসে লাগিয়ে সবার চোখে ধুলো দিয়ে পড়ে গিয়েছি একটির পর একটি। পড়তাম আর ভাবতাম এতো গুছিয়ে এতো শব্দের সমন্বয়ে আস্ত একটি কাহিনী কী করে লিখে!! স্কুলজীবনেই মন্ত্রমুগ্ধের মতো শংকর, নিমাই ভট্টাচার্য, সৈয়দ মুজতবা আলীর মতো লেখকদের লেখা কঠিন কঠিন সব বই বুঝে না বুঝে পড়ে শেষ করেছি। এমনকি, আব্বার বিরাট সংগ্রহের ভাণ্ডার থেকে মাসুদ রানা সিরিজও বাদ যায়নি। সেবা প্রকাশনীর অনুবাদগুলো গোগ্রাসে গিলেছি। যখন হুমায়ূন আহমেদের বই পড়া শুরু করি তখন খুব অবাক হতাম এতো সহজ সাবলীল ভাষায় একেকটি কাহিনী লিখে পাঠকের বুকের ভেতর কষ্টের পাহাড় জমাতে কীভাবে পারেন এই মানুষটি!! পাঠকের জন্য মানুষটির কী মায়া দয়া বলে কিছুই নেই? প্রায় প্রতিটি বই পড়ার পর গলার কাছে কষ্টগুলো ভারী পাথর হয়ে আঁটকে থাকতো! কখনো কখনো বরফ গলা নদীর মতো গড়িয়ে পড়তো দুচোখ বেয়ে। কবিতা দিয়ে আমার লিখা শুরু হলেও গত বৎসর অর্থাৎ ২০১৬ সালের বইমেলায় গল্পবই "আমার হিয়া পায়না বিরাম" এর ব্যাপক সফলতা দেখে প্রকাশক বাহার ভাইয়া উপন্যাস লিখার জন্য বললেন। তখনো দ্বিধায় ছিলাম। সবাই সাহস দিলো। সকলের
জন্ম ৪ নভেম্বর, চট্টগ্রামে । পতেঙ্গায় সাগরের প্রাণোচ্ছলতায় বেড়ে ওঠা লেখিকার পিতৃভূমি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর । পিতা মরহুম আজিজুর রহমান চৌধুরী ও মাতা মরহুমা রৌশন আরা চৌধুরী । তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন । শৈশব থেকে সাহিত্যে প্রবল অনুরাগ । ছাত্রজীবনে আবৃত্তি, নাটক, উপস্থাপনায় ছিলেন সাবলীল । খেলার ছলে লিখতে লিখতে কখন যে সাহিত্যের মায়াজালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েছেন তা বোধকরি নিজেও টের পাননি ! পাঠকের অফুরন্ত ভালোবাসা ও অনুপ্রেরণা তাঁর লেখার মূলশক্তি । সূক্ষ্ম জীবনদর্শন, পরিবেশ ও প্রকৃতি, আবেগের বিভিন্ন রূপ সহজেই তাঁর কলমের আঁচড়ে জীবন লাভ করে । এ কারণে লেখিকার গল্প, কবিতা, উপন্যাস খুব সহজে পাঠকহৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয় । দেশে-বিদেশে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা ছাপা হলে দায়বদ্ধতা এড়াতে নিজেকে সখের লেখিকা হিসেবে পরিচয় দিলেও প্রকাশিত গ্রন্থগুলো ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করায় বর্তমানে পাঠকের কাছে দায়বদ্ধ । ইচ্ছের বিরুদ্ধে কিছু লিখেননা । সুস্থ ধারার সাহিত্যে বিশ্বাসী লেখিকা হৃদয়ের গভীর থেকে লিখতে ভালোবাসেন । তাঁর প্রতিটি লেখা স্বকীয় বৈশিষ্ট্যে স্বতন্ত্র ।