“বিকল্প বায়োডাটার কবি" বইটির ফ্ল্যাপের কথাঃ রেজাউদ্দিন স্টালিনের জগষ্টা আমাদের পরিচিত, তার সীমানাটা আমরা জানি। কিন্তু ওই সীমানাটা এই কবি মানে না। নিজের শক্তিতে তাকে সে প্রসারিত করে নেয়। এবং একই সঙ্গে গভীরতাও সৃষ্টি করে। দেখার দৃষ্টি, অনুভবের শক্তি, কল্পনার ক্ষমতা, ভাবনার বৈশিষ্ট্য এবং উপস্থাপনার অনুশীলিত দক্ষতায় পরিচিত বিষয়গুলাে নতুন হয়ে ওঠে। ওর কবিতায় স্থান আছে, রয়েছে বৃষ্টিভরা আকাশ, আছে আকাশ ও পৃথিবীর জানাজানি, রয়েছে আন্তর্জাতিক বিশ্ব। সব মিলিয়ে একটা নিজস্ব ও ভিন্ন রকমের জগৎ। স্টালিনের কবিতা একই সঙ্গে আত্মজৈবনিক ও সর্বজনীন। সূচিপত্র: রেজাউদ্দিন স্টালিনের কবিতা : আত্মজৈবনিক ও সর্বজনীন সিরাজুল ইসলাম চৌধুরী রেজাউদ্দিন স্টালিন : বিশ্বলােকের কবি আব্দুল্লাহ আল ইসলাম আপন শক্তিতে সমুজ্জ্বল : রেজাউদ্দিন স্টালিন আলমগীর রেজা চৌধুরী বিকল্প বায়ােডাটার কবি রেজাউদ্দিন স্টালিন কাজী রােজী কবির প্রতি ক্যামেলিয়া আহমেদ রেজাউদ্দিন স্টালিনের কবিতা বিজ্ঞানমনস্কতার উপলখ গওহর গালিব রেজাউদ্দিন স্টালিন সময়ের সচেতন কাব্যার্জুন নিরঞ্জন অধিকারী নির্বাচিত পথের কবি : রেজাউদ্দিন স্টালিন বকুল আশরাফ রেজাউদ্দিন স্টালিনের কবিতা : বােধের প্রামাণ্যচিত্র মিজানুর রহমান বেলাল রেজাউদ্দিন স্টালিনের কবিতা : ভিন্ন ডানার উদ্ভাস। মতিন বৈরাগী জ্যামিতি বাক্সের গল্প : রেজাউদ্দিন স্টালিনের প্রতি কবিতা বাবুল হােসেইন কবি রেজাউদ্দিন স্টালিনের কাব্যে অলংকার হাসান রাউফুন বিস্তৃত অনুভবের শক্তিতে কবি রেজাউদ্দিন স্টালিন হাসনাত মােবারক রেজাউদ্দিন স্টালিনের কবিতা উল্টানাে পেরিস্কোপ পীযূষ কুমার ভট্টাচার্য্য
জন্ম ২২ নভেম্বর ১৯৬২, বৃহত্তর যশোর জেলার নলভাঙা গ্রামে। পিতা শেখ বোরহানউদ্দিন আহমেদ। মাতা রেবেকা সুলতানা। কাব্যগ্রন্থ সংখ্যা ৪০, স্বকণ্ঠ আবৃত্তি ৩টি ক্যাসেট। প্রদীপ ঘোষের কণ্ঠে ‘আবার একদিন বৃষ্টি হবে’ শীর্ষক অ্যালবাম। রবীন্দ্রনাথ আরোগ্য, নির্বাসিত তারুণ্য, কাঠ কয়লায় লেখা, দিব্য চোখে দেখছি এবং ডাকঘর শিরোনামে প্রবন্ধগ্রন্থ। শিশুতোষ গ্রন্থ হাঁটতে থাকো, শৈশব এবং জলচাষি। সাক্ষাৎকার গ্রন্থ প্রশ্নের পুরাণ, একুশ প্রশ্ন এক উত্তর ও দুঃসময়ের ইউলিসিস। বইপড়া, সিনেমা দেখা, আড্ডা দেয়া এবং আরামপ্রদ ভ্রমণের শখ। দেখেছেন ভারতবর্ষ, আমেরিকা, নেপাল ও চীন। সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা। উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে বাংলা একাডেমি, মাইকেল মধুসূদন, খুলনা রাইটার্স ক্লাব, ধারা সামাজিক সাংস্কৃতিক পুরস্কার, দার্জিলিং নাট্যচক্র পুরস্কার, পশ্চিমবঙ্গের সব্যসাচী পুরস্কার, রংপুর বজ্রকথা পুরস্কার, অগ্নিবীণা পুরস্কার, ঢাকা সিটি কর্পোরেশন পুরস্কার। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি ও তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়া সম্মাননা, লসএঞ্জেলেস বাদাম সম্মাননাসহ আরো বহু পুরস্কার।