বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া জীবনের উত্থান পতন চিত্রায়ণ করা এ উপন্যাসটির প্রধান চরিত্র দুইটি। ভিন্ন সময় ভিন্ন পরিস্থিতিতে বাপ ও ছেলের ভূমিকা, সমাজে তাদের প্রভাব, প্রতিপত্তি, সমাজের বিবর্তন, সমসাময়িক সংস্কৃতি, রাজনৈতিক ঘটনাবলীর বাস্তব চিত্র উপন্যাসের বিষয়বস্তু। ব্রিটিশ আমলে পৈতৃকসূত্রে পাওয়া তালুকদারী নিয়ে লাল মিয়ার জীবনের পথ চলা শুরু। লাল মিয়া রহস্যময় চরিত্র। তাকে সকলে ভালোবাসে আবার ভয়ও পায়। ব্যক্তিত্বের প্রভাবে গ্রামে তার প্রতিপত্তি নতুন মাত্রা লাভ করে। সময়ের পরিবর্তনের সাথে সাথে লাল মিয়ার অবস্থারও পরিবর্তন হয়। পরিবর্তন হয় সমাজ ও রাজনীতির। সমসাময়িক রাজনৈতিক অস্থিরতা থেকে উদ্ভূত সমস্যা এবং জন-জীবনে তার প্রভাব লাল মিয়ার চরিত্রের মধ্য দিয়ে এই উপন্যাসে দেখা যায়। লাল মিয়া বাংলার ইতিহাসের ত্রিকালদর্শী। ব্রিটিশ, পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটি আমলের রাজনৈতিক পরিবর্তনই লাল মিয়ার উত্থান পতনের ইতিহাস। লাল মিয়ার ছেলে কাঞ্চন রাজপুত্রের মতো দেখতে। সে বড় হয়েছে রাজপুত্রের মতোই। কালের নীরব যাত্রায় কাঞ্চন অর্থকষ্টের চূড়ান্ত রুপ প্রত্যক্ষ করে। কঠোর বাস্তবতা মেনে নিয়ে সে তার স্বপ্ন বাস্তবায়নের পথে অগসব হয়।