"ইউরিদিসের বাঁশি" বইয়ের ফ্ল্যাপের লেখা: গ্রিক মিথ অনুযায়ী দেবী এপােলর ছেলে অর্ফিয়ুস ছিলাে নামকরা সঙ্গীতজ্ঞ। আর ইউরিদিস ছিল অর্ফিয়ুসের স্ত্রী। সুখ-শান্তি আর সঙ্গীতের সুর মূৰ্ছনায় ভালােই কেটে যাচ্ছিল তাদের সংসার জীবন। কিন্তু একদিন ফুল তুলতে গিয়ে সাপের দংশনে মারা গেলাে ইউরিদিস। তারপর থেকেই অর্ফিয়ুসের বাশিতে বিরহের সুর। অর্ফিয়ুস বাঁশি বাজিরে স্বর্গের দেবতাদের মন জয় করে নিলেন একদিন। দেবতারা ইউরিদিসকে ফেরৎ দিতে সম্মত হলন, কিন্তু শর্ত হলােঅর্ফিয়ুস ইউরিদিসকে নিয়ে স্বর্গের বাইরে যাওয়ার আগ পর্যন্ত পেছন ফিরে দেখতে পারবে না। সেই মতে অর্ফিয়ুস বাশি বাজিয়ে স্বর্গ থেকে বেরিয়ে আসতে লাগলেন, আর তার পেছনে পেছনে প্রিয়তমা ইউরিদিস। স্বর্গের একেবারে দরােজার কাছে এসে অর্ফিয়ুস কৌতুহল দমন করতে পারলাে না, ফিরে চাইলাে পিছনের দিকে। ফিরেই দেখলাে, কাষ্ঠ হাসি ঠোটে মেখে ইউরিদিস হাত নেড়ে তাকে বিদায় জানাচ্ছে। কিছুই করার রইলাে না অর্ফিয়ুসের। পথে প্রান্তে ঘুরে ঘুরে বাঁশি বাজানাে ছাড়া আর কোন কাজেই মন বসে না তার। ইউরিদিসের বিরহ নিয়ে অর্ফিয়ুসের বাশি অবিরাম কেঁদে বেড়ায় পথে প্রান্তে।